চীনে লঞ্চ হল নতুন Honor MagicBook

|

Honor 10 স্মার্টফোনের সাথে লঞ্চ হল Honor Magicbook। চীনে এই ল্যাপটপটি লঞ্চ কর হুয়েই। ডিজাইনের দিক থেকে অনেকটার অ্যাপেল ম্যাকবুকের মতো দেখতে নতুন এই ল্যাপটপ। গ্লেশিয়াল সিলভার, স্টার গ্রে, নেবুলা ভায়োলেট কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন এই লাইটওয়েট ল্যাপটপ। আগামী ২৩ এপ্রিল থেকে চিনে শুরু প্রি-অর্ডার শুরু হবে Honor Magicbook এর।

চীনে লঞ্চ হল নতুন Honor MagicBook

Honor Magicbook এ আছে ১৪ ইঞ্চি FHD (1920x1080) ডিসপ্লে। ল্যাপটপের বেজেল মাত্র ৫.২ মিমি চওড়া। Honor Magicbook এর ভিতরে রয়েছে 8th generation Intel Core i5 অথবা i7 প্রসেসার। সাথে রয়েছে 8GB RAM আর 256GB SSD। এছাড়াও নতুন এই ল্যাপটপে রয়েছে GB Nvidia GeForce GeForce MX150 গ্রাফিক্স সাপোর্ট।

CPU ও GPU দুইএর জন্যই Honor Magicbook এ রয়েছে হিট পাইপ দিয়ে একটি মাত্র ফ্যান। আর ল্যাপটপের ভিতরে আছে একটি 57.4Wh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি দিয়ে গ্রাহকরা ১২ ঘন্টা পর্যন্ত ব্যাক-আপ পাবেন এই ল্যাপটপে। এছাড়াও কানেক্টিভিটির জন্য Honor Magicbook এ রয়েছে USB Type-C পোর্ট যার মাধ্যমে শূণ্য থেকে ৭০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র এক ঘন্টা।

Honor Magicbook এর বডি তৈরী অ্যালুমিনিয়াম দিয়ে। ল্যাপটপটির ওজন মাত্র ১.৪৭ কিলোগ্রাম। USB Type-C এর সাথেই এই ল্যাপটপে রয়েছে USB 3.0 ও USB 2.0 পোর্ট, HDMI পোর্ট ও হেডফোন জ্যাক। এছাড়াও ধামাকাদার আওয়াজের জন্য এই ল্যাপটপে রয়েছে ৪টি স্পিকার সাথে রয়েছে ডলবি অ্যাটম ও ডুয়াল মাইক। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

চীনে Honor Magicbook এর i7 ভেরিয়েন্টের দাম ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬০,০০০ টাকা) এছাড়াও i5 ৪,৯০০ ইউয়ান (প্রায় ৫২,৬০০ টাকা)। যদিও ভারতে কবে থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে সেই ব্যাপারে কিছু জানায়নি এই চীনা কোম্পানিটি।

লঞ্চের আগেই জিতে নিন ওয়ানপ্লাস ৬লঞ্চের আগেই জিতে নিন ওয়ানপ্লাস ৬

Best Mobiles in India

Read more about:
English summary
New Honor MagicBook Laptop launched in china. New laptop is a Apple MacBook lookalike which has 12 Hours battery backup.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X