আইফোন ব্যবহার করে এক হুওয়াওয়েই কর্মী কী শাস্তি পেলেন?

|

সম্প্রতি গ্রাহকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে হুওয়াওয়েই। টুইটারে গ্রাহকদের এই বার্তা দিয়েছে চিনের কোম্পানিটি। আইফোন থেকে টুইটার ব্যবহার করে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে। এক রিপোর্টে জানা গিয়েছে যে কর্মী আইফোন ব্যবহার করে টুইটটি করেছিলেন তা বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে হুওয়াওয়েই। এই ভুলের জন্য আগের থেকে নিম্ন পদে বসিয়ে ঐ কর্মীর মাইনে কমিয়েছে কোম্পানি।

 
আইফোন ব্যবহার করে এক হুওয়াওয়েই কর্মী কী শাস্তি পেলেন?

সম্প্রতি টুইটারে হুওয়াওয়েই জানিয়েছিল, “হুওয়াওয়েই এর তরফ থেকে ২০১৯ সালের শুভেচ্ছা। এই বছরে আপনারা যেপ্রোডাক্টগুলি পছন্দ করেন শুধু সেই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করতে চাই আমরা।” টুইটের নীচে লেখা ছিল আইফোন ব্যবহার করে এই টুইট করা হয়েছে। প্রথম এই ভুল খুঁজে বার করেন জনপ্রিয় ইউটিউবার MKBHD। ভুল বুঝতে পারে সাথে সাথে এই টুইট সরিয়ে নিয়েছে হুওয়াওয়েই।

এই ঘটনার পরে রয়টার্সে এক রিপোর্টে জানানো হয়েছে কোম্পানির প্রধান চেন লিফাং কোম্পানির কর্মীদের এই দায়িত্বজ্ঞানহীন কাজে বেশ ক্ষুব্ধ। “এই ঘটনায় হুওয়াওয়েই ব্র্যান্ডের নাম নষ্ট হয়েছে।” নিজেরে ডেস্কটপ কম্পিউটারে ভিপিএন কাজ করছিল না বলে কোম্পানির ঐ কর্মী নিজের আইফোন ব্যবহার করে টুইটারে পোস্ট করেছিল;এন। প্রসঙ্গত চিনে টুইটার ব্যবহার নিষিদ্ধ। তাই টুইটার ব্যবহারের জন্য কম্পিউটারকে বিশেষ 'ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে’ এর সাথে যুক্ত করতে হয়।

 

যে কর্মী এই ভুল করেছেন তার পদ কমিয়েছে হুওয়াওয়েই। এছাড়াও মাসিক মাইনে ৫০০০ ইউয়ান (প্রায় ৫০,৬০০ টাকা) কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং প্রধান আগামী ১২ মাস কোন মাইনে পাবেন না।

সম্প্রতি অ্যাপেল ও হুওয়াওয়েই এর মধ্যে এক বড় যুদ্ধ চলছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোন হুওয়াওয়েই প্রোডাক্ট নিষিদ্ধ করেছে ট্রাম্প সরকার। এছাড়াও অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশে নিষিদ্ধ হয়েছে এই চিনে কোম্পানির প্রোডাক্ট। সম্প্রতি কানাডা থেকে গ্রেপ্তার হয়েছিলেন হুওয়াওয়েই প্রধান। এর পরেই চিনে অ্যাপেল প্রোডাক্ট বয়কট করে হুওয়াওয়েই প্রোডাক্ট ব্যহারে ঝোঁক বাড়তে থাকে।

Best Mobiles in India

Read more about:
English summary
How a Huawei employee had to pay and got punished because of an iPhone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X