কবে শুরু হচ্ছে আইফোন ১৩ প্রি-অর্ডার? জানুন দাম ও স্পেসিফিকেশন

By Gizbot Bureau
|

অবশেষে লঞ্চ হল আইফোন ১৩ সিরিজের চারটি স্মার্টফোন। এই ফোনগুলি হল আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স। এই সব ফোনেই থাকছে এ১৫ বায়োনিক চিপ। আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছে অ্যাপেল। ভারতে আইফোন ১৩ সিরিজের দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে। অ্যাপেল অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। এছাড়াও কোম্পানির ওয়েব স্টোরে পাওয়া যাবে আইফোন ১২, আইফোন ১১ সিরিজের ফোনগুলি ও আইফোন এসই।

 
কবে শুরু হচ্ছে আইফোন ১৩ প্রি-অর্ডার? জানুন দাম ও স্পেসিফিকেশন

১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে অ্যাপেল ইন্ডিয়া ওয়েবসাইট থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স প্রি-অর্ডার করা যাবে। ১২৮জিবি স্টোরেজে আইফোন ১৩ মিনি কিনতে খরচ হবে ৬৯,৯০০ টাকা। ২৫৬জিবি ও ৫১২জিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ ৭৯,৯০০ টাকা ও ৯৯,৯০০ টাকা। গোলাপি, নীল, কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে আইফোন ১৩ মিনি।

 

আইফোন ১৩ এর দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে ১২৮জিবি স্টোরেজ। এছাড়াও ২৫৬জিবি ও ৫১২জিবি স্টোরেজে আইফোন ১৩ কিনতে খরচ হবে যথাক্রমে ৮৯,৯০০ টাকা ও ১,০৯,৯০০ টাকা। গোলাপি, নীল, কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে আইফোন ১৩। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে ৪৬,১২০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। শিপমেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

১২৮জিবি স্টোরেজে আইফোন ১৩ প্রো কিনতে ১,১৯,৯০০ টাকা খরচ হবে। ২৫৬জিবি ও ৫১২জিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ ১,২৯,৯০০ টাকা ও ১,৪৯,৯০০ টাকা। এছাড়াও ১টিবি ভেরিয়েন্টে আইফোন ১৩ প্রো কিনতে ১,৬৯,৯০০ টাকা খরচ হবে।

আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের ১২৮জিবি ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ১,২৯,৯০০ টাকা। এছাড়াও ২৫৬জিবি, ৫১২জিবি ও ১টিবি স্টোরেজে এই ফোন কেনার খরচ যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা, ১,৫৯,৯০০ টাকা ও ১,৭৯,৯০০ টাকা। ১৭ সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। শিপমেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

Best Mobiles in India

Read more about:
English summary
How To Pre-Order iPhone 13 In India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X