ভারতে দুটি গেমিং ল্যাপটপ লঞ্চ করল HP

By GizBot Bureau
|

ভারতে দুটি গেমিং ল্যাপটপ লঞ্চ করল HP। শরু বেজেলের সাথেই আধুনিক ডিজাইনের HP Pavilion Gaming 15 ও Omen 15 ল্যাপটপ দুটি লঞ্চ করেছে মার্কিন টেক কোম্পানিটি। ভারতে HP Pavilion Gaming 15 এর দাম ৭৪,৯৯০ টাকা। হাইএন্ড Omen 15 কিনতে গ্রাহকদের খরচ হবে ১,০৫,৯৯০ টাকা। এই ল্যাপটপ দুটির সাথে একগুচ্ছ অ্যাকসেসারিজ কিনতে পারবেন গ্রাহকরা।

ভারতে দুটি গেমিং ল্যাপটপ লঞ্চ করল HP

HP Pavilion Gaming 15 ল্যাপটপে থাকছে একটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের চারপাশে মাত্র ৯.৮ মিমি পাতলা বেজেল থাকবে। B&O Play এর সাথে HP অডিও বুস্ট টেকনোলজি সাপোর্ট পাওয়া যাবে এই ল্যাপটপে। HP Pavilion Gaming 15 এর কি-বোর্ডের উপরে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে।

HP Pavilion Gaming 15 এর ভিতরে থাকবে 8th Gen Intel Core i7 H সিরিজ প্রসেসার। এর সাথে থাকবে NVIDIA GeForce GTX 1050Ti গ্রাফিক্স কার্ড। শ্যাডো ব্ল্যাক ফিনিশের সাথে এই ল্যাপটপে ব্যাকলিট কি-বোর্ড থাকবে। কানেক্টিভিটির জন্য থাকছে 2*2 অ্যান্টেনার সাথে ফাস্ট WiFi।

Omen কমান্ড সেন্টার সফটওয়্যার ও Omen গেম স্ট্রিম সহ লঞ্চ হয়েছে Omen HP Omen 15। অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে এই ল্যাপটপ তৈরী হয়েছে। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের রিফ্রেশ রেট 144Hz। এর সাথেই এই ডিসপ্লেতে ৭ মিলিসেকেন্ডের রেসপন্স টাইম পাওয়া যাবে। যা হাই এন্ড গেমিং এর জন্য প্রয়োজনীয়।

HP Omen 15 এর ভিতরে ব্যবহার হয়েছে একটি ছয় কোরের 8th generation Intel Core i7 প্রসেসার। এর সাথেই রয়েছে 6GB DDR4-2666 RAM। SSD ও HDD ডুয়াল স্টোরেজ অপশানে এই ল্যাপটপ পাওইয়া যাবে। Bang & Olufsen স্টিরিও স্পিকার ও ফোর জোন কি-বোর্ড লাইটিং সহ HP Omen 15 ল্যাপটপ কেনা যাবে।

৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে নভেম্বর মাসে লঞ্চ হবে Jio GigaFiber৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে নভেম্বর মাসে লঞ্চ হবে Jio GigaFiber

Best Mobiles in India

Read more about:
English summary
HP Pavilion Gaming 15 and Omen 15 laptops have been launched in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X