Huawei এর নতুন তিনটি ফ্ল্যাগশিপেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

|

সম্প্রতি তিনটি নতুন ফ্ল্যাগশিপ লঞ্চ করল Huawei। এর তিনটি ফোনেই রয়েছে Kirin 980 চিপসেট আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনগুলি হল Huawei Mate 20, Mate 20 Pro আর Mate 20 X। এর মধ্যে Huawei Mate 20 Pro ফোনে রয়েছে হাই এন্ড স্পেসিফিকেশান। আর বিশাল স্ক্রিন সহ লঞ্চ হয়েছে Mate 20X। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন iPhone ও Pixel 3 সিরিজের ফোনগুলি। সেই ফোনের সাথে বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই তিনটি স্মার্টফোন।

 
Huawei এর নতুন তিনটি ফ্ল্যাগশিপেই রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

Kirin 980 চিপসেটে রয়েছে 7Nm আর্কিটেকচার। এটি বিশ্বের সবথেকে পাতলা মোবাইল Huawei Mate 20 এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ইউরো (প্রায় ৬৭,৮২০ টাকা) থেকে। 4GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। এছাড়াও Huawei Mate 20 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে ৮৪৯ ইউরো (প্রায় ৭২,১১২ টাকা)। Mate 20 Pro কিনতে খরচ হবে ১০৪৯ ইউরো (প্রায় ৮৯,৯৮৯ টাকা)। 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। Mate 20 X ফোনের দাম ৮৯৯ ইউরো (প্রায় 76,২৬৮ টাকা)।

Huawei Mate 20 স্পেসিফিকেশান

 

Huawei Mate 20 তে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে HiSilicon Kirin 980 চিপসেট। সাথে থাকছে 4000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Huawei Mate 20 তে রয়েছে ১৬ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল+৮মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। কানেক্টিভিটর জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C পোর্ট।

Huawei Mate 20 Pro আর Mate 20 X স্পেসিফিকেশান

Huawei Mate 20 Pro তে রয়েছে ৬.৩৯ QHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একই HiSilicon Kirin 980 চিপসেট। এই ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Huawei Mate 20 Pro তেও রয়েছে Leica রিয়ার ক্যামেরা। রি ক্যামেরায় রয়েছে ৪০ মেগাপিক্সেল+২০ মেগাপিক্সেল+৮মেগাপিক্সেল তিনটি সেন্সার। এছাড়াও থাকছে 24MP সেলফি ক্যামেরা।

Huawei Mate 20 Pro এর ভিতরে রয়েছে 4200 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

Huawei Mate 20 Xএ থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি আর একটি ৭.২ ইঞ্চি OLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। Mate 20 Xএ থাকবে Huawei M-Pen সাপোর্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei launches Mate 20, Mate 20 Pro, Mate 20 X; Price, specs and more

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X