ভারতে লঞ্চ হল ট্রিপর রিয়ার ক্যামেরা ফোন Huawei P20 Pro আর ডুয়াল রিয়ার ক্যামেরা ফোন P20 Lite

|

ভারতে লঞ্চ হল Huawei P20 Pro আর P20 Lite। আজ দিল্লিতে এক ইভেন্টে লঞ্চ হয়েছে এই ফোনদুটি। গ্লোবাল লঞ্চের প্রায় এক মাস পরে ভারতে লঞ্চ হল বহুল চর্চিত এই ফোনদুটি। এই ফোনদুটির প্রধান আকর্ষণ লাইকা লেন্স আর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। Huawei P20 Pro তে রয়েছে ট্রিপল রিয়াল ক্যমেরা আর P20 Lite এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা।

ভারতে লঞ্চ হল Huawei P20 Lite, P20 Pro

Huawei P20 Pro এর দাম ৬৪,৯৯৯ টাকা। অন্যদিকে Huawei P20 Lite এর দাম ১৯,৯৯৯ টাকা। ভারতে দুটি স্মার্টফোনই শুধুমাত্র অ্যামাজন থেকে কেনা যাবে। আগামী ৩ মে থেকে শশুরু হবে ফোনদুটির বিক্রি। Huawei P20 Pro পাওয়া যাবে গ্রাফাইট ব্ল্যাক আর মিডনাইট ব্লু কালার ভেরিয়েন্টে। অন্যদিকে P20 Lite পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক আর ক্লেইন ব্লু কালার ভেরিয়েন্টে।

স্পেসিফিকেশান

Huawei P20 Pro তে রয়েছে প্রি-লোডেড অ্যানড্রয়েড ওরিও ৮.১। এছাড়াও রয়েছে ডুয়াল সিম সাপোর্ট। Huawei P20 Pro রয়েছে ৩.১ ইঞ্চি HD+ OLED ডিসপ্লে। কোম্পানির তরফে জানানো হয়েছে সব রকমের আলোতেই দারুন কাজ করবে এই ডিসপ্লে।

হোম বাটনে জেসচারের মাধ্যমে বিভিন্ন মাল্টিটাস্কিং -এর কাজ খুব সহজেই করা যাবে নতুন এই ফোনে। হুয়েই জানিয়েছে এই ফোনের বেজেল iPhone X এর থেকেও পাতলা ও ছোট। Huawei P20 Pro এর ভিতরে রয়েছে HiSilicon Kirin 970 চিপসেট। এই চিপসেটে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট। যার মাধ্যমে এই ফোনে অফলাইনে প্রসেস করা যাবে সব এআই এর প্রসেসিং। এছাড়াও Huawei P20 Pro তে রয়েছে 6GB RAM আর 128GB স্টোরেজ। এছাড়াও রয়েছে ৩৬০ ডিগ্রি ফেস আনলক ফিচার।

Huawei P20 Pro এর প্রধান আকর্ষণ অবশ্যই লাইকা লেন্স দিয়ে তৈরী ট্রিপল রিয়ার ক্যামেরা। একটি 3X অপটিকাল জুম 8MP সেন্সার, একটি 40MP RGB সেন্সার আর একটি 20MP মনোক্রোম সেন্সার রয়েছে এই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এ। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ১০২৪০০ ISO আর 5X লুজলেস অপটিকাল জুম।

এছারাও এই ক্যামেরায় রয়েছে ৬ অ্যাক্সিস স্টেবিলাইজেশান ও ৯৬০ FPS সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং এর সুবিধা। Huawei P20 Pro এর সামনে রয়েছে 24.8 MP সেলফি ক্যামেরা। নতুন এই স্মার্টফোনে রয়েছে একটি 4000 mAh ব্যাটারি, সাথে রয়েছে সুপার চারররজিং এর ফিচার। যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৫৮ শতাংশ চার্জ হয়ে যাবে ফোনটি। এছাড়াও একটি HDMI কেবেলের মাধ্যমে একটি ডেক্সটপ কম্পিউটারে বদলে নেওয়া যাবে ফোনটিকে।

অন্যদিকে Huawei P20 Lite এ রয়েছে প্রি-লোডেড অ্যান্ড্রয়েড ওরিও ৮.০। P20 Lite এ রয়েছে ৫.৮৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ফোনের ভিতরে রয়েছে HiSilicon Kirin 659 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

সবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফটসবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফট

P20 Lite এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারী সেন্সার 16MP আর 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়। এছাড়াও রয়েছে 24MP সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় রয়েছে অ্যাপেলের অ্যানিমজির মতো এআর ইমোজি ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে ৩ডি ফেস রিকগনিশান ফিচার। P20 Lite এ রয়েছে 3000mAh ব্যাটারি। এছাড়াও রয়েছে proximity sensor, ambient light sensor, compass, gravity sensor, gyroscope আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei P20 Lite, P20 Pro launched in India. Price Specification and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X