লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Huawei P20 সিরিজের ফোনগুলির দাম আর কালার ভেরিয়েন্ট

|

আগামি ২৭ মার্চ লঞ্চ হবে Huawei P20 সিরিজের ফোনগুলি। প্যারিসে এক ইভেন্টে লঞ্চ হবে এই ফোনগুলি। তবে লঞ্চের আগেই জানা গিয়েছে ফোনের প্রায় সব ডিটেলস। এবার এক রিপোর্টে জানা গেল ফোনের দাম আর কালার ভেরিয়েন্টগুলি।

 
লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল  Huawei P20 সিরিজের ফোনগুলির দাম আর কালার

এই রিপোর্ট যদি সত্যি হয় তবে ব্ল্যাক, ব্লু, আর পিঙ্ক গোল্ড কালার ভেরিয়েন্টে আসতে চলেছে Huawei P20। অন্যদিকে Huawei P20 প্রো পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু আর টোয়াইলাইট (পারপেল) কালারে। আর Huawei P20 লাইট পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু আর পিঙ্ক কালার ভেরিয়েন্টে।

Huawei P20 সিরিজের টয়াইলাইট কালার ভেরিয়েন্টটি নজর কেরেছে সবার। Huawei P20 আর Huawei P20 প্রো এর পিছনে থাকবে ম্যাট মেটালিক ফিনিশ। অন্যদিকে Huawei P20 লাইটের পিছনে থাকতে চলেছে রিফ্লেক্টিভ গ্ল্যাস।

 

এছাড়াও এই রিপোর্টে জানা গিয়েছে Huawei P20 তে থাকবে 3,400 mAh ব্যাটারি। এছাড়াও Huawei P20 প্রো তে থাকতে চলেছে 4,000 mAh ব্যাটারি। এছাড়াও জানা জাচ্ছে Huawei P20 লাইটে থাকবে না কোন মাইক্রো এসডি স্লট।

ওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এওরিও আপডেট এলো Xperia R1 এবং Xperia R1 Plus এ

Huawei P20 প্রো এর ক্যামেরায় থাকবে 3X অপটিকাল জুম। আগে জানা গিয়েছিল এই ফোনে থাকবে ট্রিপ রিয়ার ক্যামেরা। এখন জানা যাচ্ছে এই ফোনের ক্যামেরা সিস্টেমে থাকবে লেসার অটোফোকাস আর ইনফ্রা-রেড কালার টেম্পারেচার সেন্সার। তিনটি ফোনের মধ্যে শুধুমাত্র Huawei P20 প্রোতেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ।

কমদামি মডেল Huawei P20 লাইটের দাম হতে পারে ৩৬৯ ইউরো (প্রায় ২৯,৬০০ টাকা)। অন্যদিকে উপরের মডেল Huawei P20 আর Huawei P20 প্রো এর দাম হতে চলেছে যথাক্রমে ৬৭৯ ইউরো (প্রায় ৫৪,৪০০ টাকা) আর ৮৯৯ ইউরো (প্রায় ৭২,০০০ টাকা)।

Best Mobiles in India

Read more about:
English summary
Tipster Roland Quandt has posted press renders of the Huawei P20, P20 Pro and P20 Lite. As per the images, the P20 will come in Black, Blue, and Pink-Gold color variants. The P20 Pro will be available in Black, Blue and "Twilight" (Purple) colour options, and the P20 Lite will be offered in Black, Blue and Pink colors.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X