কবে ভারতে আসছে Huawei P30 Pro?

By Gizbot Bureau
|

সম্প্রতি প্যারিসে লঞ্চ হয়েছে Huawei P30 আর Huawei P30 Pro। লঞ্চের দিনই ভারতে এই ফোন আগমনের খবর জানিয়ে দিয়েছিল চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই অ্যামাজনে Huawei P30 Pro ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে। বুধবার Huawei জানিয়েছে ৯ এপ্রিল ভারতে লঞ্চ হবে এই ফোনে। ঐ দিন P30 Pro এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে P30 আর P30 Lite।

কবে ভারতে আসছে Huawei P30 Pro?

Huawei P30 Pro ফোনে রয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। থাকছে প্রিমিয়াম গ্লাস ডিজাইন। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেছে Huawei। এর মধ্যে একটি পেরিস্কোপ ক্যামেরা। এই ক্যামেরায় 50x পর্যন্ত জুম করা যাবে।

৯ এপ্রিল লঞ্চের সময় ভারতে P30 সিরিজের ফোনের দাম জানাবে Huawei। এখনও অন্য কোন দেশে লঞ্চ হয়নি P30 Lite। ভারতেই প্রথম লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Huawei P30 এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ইউরো (প্রায় ৬২,০০০ টাকা) থেকে। Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউরো (প্রায় ৭৮,০০০ টাকা) থেকে।

Huawei P30 Pro ফোনে থাকছে ৪০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। এই ফোনে রয়েছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। টাইম অফ ফ্লাইট ক্যামেরা ছাড়া P30 ফোনে একই ক্যামেরা থাকছে। Huawei P30 ফোনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি তোলার জন্য Huawei P30 Pro আর P30 ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেন্সার।

Huawei P30 Pro আর P30 ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980। P30 Pro ফোনের ভিতরে রয়েছে 8GB পর্যন্ত RAM আর P30 ফোনে থাকছে 6GB পর্যন্ত RAM। দুটি ফোনেই থাকছে 512GB পর্যন্ত স্টোরেজ। Huawei P30 ফোনের ভিতরে থাকছে একটি 3,650 mAh ব্যাটারি। অন্যদিকে P30 Pro ফোনে থাকছে তুলনামুলক বড় 4,200 mAh ব্যাটারি। এখনও Huawei P30 Lite ফোনের স্পেসিফিকেশন সামনে আসেনি।

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei P30 Pro price in India will be announced on April 9

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X