রেডবাসের সঙ্গে গাঁটছড়া আইডিয়া মানির

By Sabyasachi Chakraborty
|

আইডিয়ার ডিজিটাল ওয়ালেট সার্ভিস আইডিয়া মানির সঙ্গে গাঁটছড়া বাঁধল অনলাইনে বাসের টিকিট কাটার সেরা সাইট redBus।

 
রেডবাসের সঙ্গে গাঁটছড়া আইডিয়া মানির

আইডিয়া মানির গ্রাহকরা কোনও রকম ঝুট ঝামেলা ছাড়াই বাসের টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে ইন্টারনেট স্লো থাকুক বা না থাকুক, সমস্যা নেই।

 

আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাঙ্কের এমডি ও সিইও সুধাকর রামাসুব্রহ্মনিয়ণ বলেছেন, dea Money Retailer Assisted Model (RAM)-এর অধীনে এই গাঁটছড়া আরেকটি অতিরিক্ত পরিষেবা। জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে পরিবহনেও চাপ বাড়ছে। সে কথা মাথায় রেখেই এই পরিষেবা।

অফলাইন গ্রাহকদের জন্য অনলাইন পরিষেবার বিষয়টি তুলে আনতেই এই উদ্যোগ।

আইডিয়া মানির RAM portal-এর মাধ্যমে বাস টিকিট বুক করা যাবে অনলাইনে। আইডিয়া মানি রিটেল পয়েন্টসের রিটেলারদের সাহায্য মিলবে।

Sony Xperia R1 Plus আর R1 কিনলে Idea বিনামূল্যে দিচ্ছে 60GB ডাটাSony Xperia R1 Plus আর R1 কিনলে Idea বিনামূল্যে দিচ্ছে 60GB ডাটা

দেশের ৭০ হাজারেরও বেশি রুটে এই টিকিট মিলবে। বেসরকারি ও GSRTC, UPSRTC-র মতো সরকারি বাসের টিকিটও কাটা যাবে।

দিন যত এগোচ্ছে গ্রাম, শহর কিংবা মহানগরগুলির মধ্যে যাতায়াত যোগাযোগও বাড়ছে। তবে অনলাইনে টিকিট কাটার বিষয়টি এখনও সেভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। টিয়ার ২,৩ এবং ৪ মার্কেটে এর চল খুবই কম। রেডবাসের জাল ছড়ানো অনেকটা। তারসঙ্গে আঠেরো লক্ষ আইডিয়ার রিটেলার হাত মিলিয়েছে। ফলে টিয়ার ২,৩ এবং ৪ মার্কেটেও এই সুফল পৌঁছবে বলে আশা করা যায় বলে দাবি আইডিয়ার।

Best Mobiles in India

Read more about:
English summary
The new collaboration will allow customers to book bus tickets online through Idea Money’s RAM portal with the help of the retailer.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X