Just In
আপনার পরবর্তী পাসপোর্টে থাকতে পারে একটি চিপ
শিঘ্রই ভারতে ই পাসপোর্ট শুরু হতে পারে। এর ফলে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সুরক্ষা ব্যবস্থা মজবুত করা যাবে। সোমবার এই প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

সপ্তম পাসপোর্ট সেবা দিবসে ভাষন দেওয়ার সময় বিদেশ মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই চিপ সহ ই-পাসপোর্ট তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছে।
“শিঘ্রই পাসপোর্টের সাথে একটি চিপ ব্যবহার হবে। সব নতুন পাসপোর্টে এই প্রযুক্তি থাকবে। অদুর ভবিষ্যতে আধুনিক এই পরিষেবা শুরু করবে ভারত।” বলেন তিনি।
বিদেশ মন্ত্রী আরও বলেন আরও বেশি পোস্ট অফিসে পাসপোর্ট সেভা কেন্দ্রতৈরী হবে। যে সব লোক সভা কেন্দ্রে কোন পাসপোর্ট সেভা কেন্দ্র নেই সই সব জায়গায় পোস্ট অফিসে পাসপোর্ট সেভা কেন্দ্র শুরু হবে।
ইতিমধ্যেই কেন্দ্রের অন্য মন্ত্রকের সাথে হাত মিলিয়ে চিপ সহ ই-পাসপোর্ট তৈরীর কাজ শুরু করেছে বিদেশ মন্ত্রক।
প্রতি বছর ভারতে এক কোটি পাসপোর্ট দেওয়া হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে ৪১২ টি পিওপিএকে শুরু কররার জন্য যোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশ মন্ত্রী।
তিনি বলেন ডিজিটাল ইন্ডিয়ার অধীনে কেন্দ্র প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার করবে।
“গত বছর এই দিনে এম পাসপোর্ট সেভা অ্যাপ লঞ্চ হয়েছিল। এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকেই পাসপোর্টের আবেদন করা যায়।” জানিয়েছেন জয়শঙ্কর।
সেরা পাসপোর্ট অফিসারদের এই অনুষ্ঠানে পুরস্কৃত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। জলন্ধরের পাসপোর্ট অফিস দেশের সেরা পাসপোর্ট অফিসের তকমা ছিনিয়ে নিয়েছে। দুই নম্বরে রয়েছে কোচিন পাসপোর্ট অফিস। আর তিন নম্বরে রয়েছে কোয়েম্বাটোর পাসপোর্ট অফিস।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন পাসপোর্ট পরিষেবায় প্রত্যেক রাজ্যের পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470