এখন ইনস্টাগ্রাম স্টোরিজ শেয়ার করা যাবে ডিরেক্ট মেসেজেও

ডিরেক্ট মেসেজে এখন থেকে শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিজও

By Sabyasachi Chakraborty
|

লেটেস্ট আপডেটকে থ্যাঙ্কস। এখন অ্যাপের ডিরেক্ট মেসেজেও আপনার ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করতে পারবেন। আগামী সপ্তাহেই এই ফিচার আপনার মোবাইলস্থ হচ্ছে বলে খবর।

এখন ইনস্টাগ্রাম স্টোরিজ শেয়ার করা যাবে ডিরেক্ট মেসেজেও

তবে একটা কথা মনে রাখা ভাল, ইনস্টাগ্রামের ১১.০ ভার্সানেই এই সুবিধা মিলছে আপাতত। এবার দেখে নেওয়া যাক, নতুন ফিচার ঠিক কীভাবে কাজ করবে।

আপনি যখন আপডেট করবেন, তখন যে কোনও স্টোরির ডান দিকের নীচের দিকে কোনে ডিরেক্ট আইকন মিলবে। সেখানে ক্লিক করুন, অপশন আসবে, কোন বন্ধুকে পাঠাবেন ঠিক করুন এবং পাঠিয়ে দিন।

সম্ভবত ফোল্ডেবেল ফোন বাজারে আনছে স্যামসাংসম্ভবত ফোল্ডেবেল ফোন বাজারে আনছে স্যামসাং

অবশ্য ডিরেক্ট মেসেজে এই স্টোরি সবসময় থেকে যাবে তেমনটা কিন্তু নয়। চব্বিশ ঘণ্টা পর সেই স্টোরি আর থাকবে না। কারণ ইনস্টাগ্রাম স্টোরির মেয়াদও ২৪ ঘণ্টাই।

অবশ্য অনেকে আবার এতে প্রিভেসি ক্ষুন্ন হতে পারে বলে মনে করছেন। কারণ কোনও স্টোরি যদি প্রাইভেট ভিউয়িংয়ের জন্যও হয়, তাহলেও তা ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ার হয়ে যাবে। আর যে কেউই তা করতে পারবেন।

তবে এই প্রিভেসি ক্ষুন্ন হওয়ার বিষয়টি মাথায় রেখেই সম্ভবত ইনস্টাগ্রামও শেয়ার হওয়া স্টোরি ২৪ ঘণ্টা পর ডিসঅ্যাবল হওয়ার অপশন রেখেছে।

Best Mobiles in India

Read more about:
English summary
The new feature can be only accessed if your Instagram app is running the version 11.0.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X