বাজারে এল ইনভেনসের ডায়মন্ড ডি২, ফাইটার এফ ১ এবং ফাইটার ২, দাম শুরু সাড়ে সাত থেকে

নতুন চিনা মোবাইল সংস্থা ইনভেনসের তিনটি ফোন বাজারে এল। ডায়মন্ড ডি২, ফাইটার এফ ১ এবং ফাইটার ২। দাম শুরু ৭ হাজার ৪৯০ টাকা থেকে।

By Sabyasachi Chakraborty
|

আবারও বাজারে আরেকটি চিনা স্মার্টফোন সংস্থা। Invens সংস্থার Diamond D2, Fighter F1 এবং Fighter F2 বাজারে এল। বাজেটের মধ্যেই নারী সুরক্ষার বিষয়টি এই স্মার্টফোনগুলির মূল ফোকাস। ফোনে আগে থেকেই থাকছে women safety applications.

বাজারে এল ইনভেনসের ডায়মন্ড ডি২, ফাইটার এফ ১ এবং ফাইটার ২

ইনভেনস ডায়মন্ড ডি২, ফাইটার এফ১ এবং এফ ২ ভারতের বাজারে এল ৭ হাজার ৪৯০ টাকা থেকে ফোনগুলির দাম শুরু। দু বছর ওয়্যারান্টি। এছাড়াও ফোনের কিছু খারাপ হলে চটজলদি সেটি সারিয়ে দেওয়ার দায়িত্বও নিচ্ছে ফোনটি। ইনভেনসের প্রতিষ্ঠাতা ডিরেক্টর পঙ্কজ দানির মতে, এই ফোন বেশ স্মার্ট আর ইউজার ফ্রেন্ডলি। ফোনে কম্পিটিশনের বাজারে এর দাম বেশ কম।

ফোন তিনটির ফিচার্স এবার এক নজরে দেখে নেওয়া যাক

ইনভেনস ডায়মন্ড ডি২

ইনভেনস ডায়মন্ড ডি২

৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১২৮০X৭২০ পিক্সেল। ১.৩ গিগা হার্ৎজ কোয়াড কোর প্রসেসর ২ জিবি র‌্যামের। স্টোরেজ থাকছে ১৬জিবির যা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। অ্যান্ড্রয়েড ৭.০ নওগাট রয়েছে এ ফোনে। এছাড়াও রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ডায়মন্ড ডি২-এ আরও রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 4.0, GPS এবং ২৮০০ এমএএইচের ব্যাটারি। দাম পড়ছে ৭ হাজার ৪৯০টাকা।

ইনভেনস ফাইটার এফ১

ইনভেনস ফাইটার এফ১

৭২০ পিক্সেল ডিসপ্লে। ডায়মন্ড ডি২-এর মতো এর ভেতরের জিনিসপত্র। এটিও Android 7.0 Nougat এবং ডুয়াল সিম। ৪জি ভিওএলটিই। এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে ৫ মেগাপিক্সেল। ৩২০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৮ হাজার ৯৯০ টাকা দাম পড়ছে এফ ১-এর।

ভারতের বাজারে লঞ্চ হল HTC U11+ভারতের বাজারে লঞ্চ হল HTC U11+

ইনভেনস ফাইটার এফ ২

ইনভেনস ফাইটার এফ ২

১১ হাজার ৪৯০ টাকা দাম পড়ছে এ ফোনের। ৫ ইঞ্চি এইচডি ৭২০ পিক্সেল ডিসপ্লে। ১.৩ গিগা হার্ৎজ একই প্রসেসর। ৩ জিবি র‌্যামের। স্টোরেজ থাকছে ৩২ জিবি বাড়বে ১২৮ পর্যন্ত। এটিও অ্যান্ড্রয়েডের একই ভার্সান। ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ৪জি ভিওএলটিই এবং ৩২০০ এমএএইচ ব্যাটারি তো রয়েইছে। শুধু স্টোরেজ আর র‌্যামের পার্থক্য রয়েছে ফাইটার ফোনগুলির মধ্যে।

Best Mobiles in India

Read more about:
English summary
Invens, a Chinese smartphone brand has announced the launch of three smartphones namely Invens Diamond D2, Fighter F1 and Fighter F2 priced at Rs. 7,490, Rs, 8,990 and Rs. 11,490 in the country. These devices are preloaded with women safety applications that will protect the users from stalkers.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X