বড়দিনের উপহার আইফোন টেন? মোটেও না, বেশিরভাগ আমেরিকাবাসীর পছন্দ স্যামসাং গ্যালাক্সি এস ৮

By Sabyasachi Chakraborty
|

আমেরিকায় আসছে ছুটির মরশুম। তাই চলছে গিফট কেনার ধুম। সে দেশে অ্যাপলের পপুলারিটি খুব। গিফট হিসেবে আইফোন দেওয়াটা বেশ একটা ভাল ব্যাপার।

বড়দিনের উপহার আইফোন টেন? মোটেও না, বেশিরভাগ আমেরিকাবাসীর পছন্দ স্যামস

কিন্তু দেওয়াটার বদলে বলা ভাল, দেওয়াটা ছিল ভাল ব্যাপার। কারণ এখন অ্যাপেলের বাজার খেয়ে নিচ্ছে স্যামসাং। অনেকেই গিফট হিসেবে পছন্দ করছেন, স্যামসাং গ্যালাক্সি এস ৮। আইফোন ১০-এর থেকেও তার জনপ্রিয়তা বেশি। যদি আপনি ভেবে থাকেন, আইফোন টেনের বিশাল দামের জেরেই এই পছন্দের পরিবর্তন, তাহলে ভুল। আসলে হেডফোন জ্যাক বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো পপুলার ফিচার্সের জেরেই স্যামসাং গ্যালাক্সিতে ঝুঁকছেন অনেকে।

মার্কিনি সার্ভে সংস্থা Propeller Insights জানাচ্ছে, ক্রিসমাস গিফট হিসেবে অন্তত ৩৮ শতাংশ চাইছেন স্যামসাং গ্যালাক্সি এস ৮।

মাত্র ২০ শতাংশ ভাবছেন তাঁরা আইফোন টেন কিনবেন। আইফোন ৮-এর দামও খুব একটা কম নয়। তবে ২২ শতাংশ আবার চাইছেন এই ফোনটিও।

কিভাবে আপনার কম্পিঊটারে হাইড করবেন প্রয়জনীয় ফাইল ?কিভাবে আপনার কম্পিঊটারে হাইড করবেন প্রয়জনীয় ফাইল ?

অল্পবয়সীদের মার্কিনীদের মধ্যে অ্যাপল বেশ জনপ্রিয়। ৩৫ শতাংশ টিনএজারদের মধ্যে সার্ভে করে দেখা গিয়েছে তারা গিফট হিসেবে চাইছে আইফোন ১০। তাদের মধ্যে অনেকে আবার আইফোন ৮ হলেও খুশি। ফলে সবমিলিয়ে ৭০ শতাংশ টিনএজাররা অ্যাপলের পক্ষে। সেদিক থেকে অবশ্য অ্যাপলের নাখুশ হওয়ার কারণ নেই।

আরও বলা যায়, মাত্র ২৮ শতাংশ টিন এজার চাইছে স্যামসাং গ্যালাক্সি এস ৮।

একটু অন্য ভাবে যদি দেখা যায়, জানা গিয়েছে আইফোন টেন তৈরির আসল খরচ ২৪ হাজার টাকার মতো। অথচ ফোনের স্টার্টিং প্রাইস ৬৫ হাজার। বিশাল লাভ ঘরে তুলছে অ্যাপল। অনেক বাজারে আবার এর থেকেও দাম অনেক বেশি।

আরেকটি চার্টে এটাও দেখা গিয়েছে, আইফোন ৪এস বাজারে আসার পর ফোন তৈরির খরচও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। প্রায় দ্বিগুণ হয়েছে খরচ। সে কারণে দাম বেড়েছে পাঁচ গুন।

Best Mobiles in India

Read more about:
English summary
The teenagers though, opted for the Apple iPhone X as a Christmas gift.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X