আইপিএল উপলক্ষ্যে নতুন ডেটা প্যাক নিয়ে এল জিও

By Gizbot Bureau
|

২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় ২৫১ টাকা ডেয়াট প্যাক নিয়ে এসেছিল জিও। এই বছর আইপিএল এর সময়েও এই অফার ফিরিয়ে আনল মুকেশ আম্বানির কোম্পানি। জিও ক্রিকেট সিজন প্যাকে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন। অর্থাৎ ২৫১ টাকায় মোট 102GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।

আইপিএল উপলক্ষ্যে নতুন ডেটা প্যাক নিয়ে এল জিও

জিও টিভি অথবা হটস্টার ব্যবহার করে যে সব গ্রাহক লাইভ ক্রিকেট দেখতে চান তাদের জন্য বিশেষ ভাবে এই প্যাক নিয়ে এসেছে জিও। ইতিমধ্যেই আপনার কোন প্ল্যান অ্যাক্টিভ থাকলে সেই প্ল্যানের উপরে এই প্ল্যানে ব্যবহার করা যাবে। যেমন ধরুন আপনি যদি দিনে 1GB বা 1.5GB ডেটার প্ল্যান ব্যবহার করেন এবং রোজ খেলার দেখার সময় আপনার ডেটা শেষ হয়ে যায় তবে নতুন রিচার্জে দিনের ডেটা শেষ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত 2GB হাই স্পিড ডেটা পাওয়া যাবে। 2GB ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে।

একের পর এক আকর্ষনীয় অফার নিয়ে এসে ইতিমধ্যেই গ্রাহকদের মন জয় করেছে জিও। এবার নতুন স্মার্টফোন কিনলে গ্রাহকদের ১০,০০০ টাকার সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। ভিভো ভি ১৫ আর ভিভো ভি ১৫ প্রো কিনলে এই সুবিধা পাওয়া যাবে। ৬ মার্চ থেকে ৩ জুন এর মধ্যেই জিও গ্রাহকরা এই দুটি ফোন কিনলে এই সুবিধা পাবেন।

এই ফোন কেনার পরে জিও গ্রাহক কোন রিচার্জ করলে অ্যাকাউন্টে ৬,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও একাধিক কোম্পানির ডিসকাউন্ট কুপন দেবে গ্রাহক।

এছাড়াও এতদিন খবর পড়ার জন্য জিওর একাধিক অ্যাপ ছিল। এবার সব এক এক জায়গার করে লঞ্চ হল জিও নিউজ। এই অ্যাপ ব্যবহার করে খবর কাগজের সাথেই ম্যাগাজিন পড়া যাবে। এছাড়াও ১৫০ টির বেশি খবরের চ্যানেল লাইভ দেখা যাবে জিও নিউজ থেকে। লোকসভা ভোট ও আইপিএল এর প্রতি মুহুর্তের আপডেট পাওয়া যাবে জিও জিউজ থেকে। বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, তামিল, উর্দু সহ ১২ টি ভাষায় ব্যবহার করা যাবে নতুন জিও নিউজ অ্যাপ।

Best Mobiles in India

Read more about:
English summary
Last year, during the IPL 2018 season, Reliance Jio introduced the Rs. 251 prepaid recharge plan for its subscribers. Now, during the ongoing IPL 2019, the telco has once again brought this recharge offer. This Jio Cricket Season recharge offers 2GB data per day for a validity of 51 days, which totals to 102GB.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X