আর ট্রেন মিস হবে না, লোকাল ট্রেনের টিকিট কাটুন স্মার্টফোনে

By Gizbot Bureau
|

ধরুন বাড়ি থেকে ছুটতে ছুটতে স্টেশনে গেলেন। ট্রেনে ওঠার আগে বিশাল লাইন দেখে মাথায় হাত। এবার ট্রেন ফেল হবে। অনেক সময় লাইনে দাঁড়িয়ে যখন সামনে পৌঁছালেন তখন ভুঁ করে হর্ন বাজিয়ে স্টেশন থেকে ট্রেন রওনা দিল। এমন ঘটনা আমাদের সবার জীবনেই দুই একবার ঘটেছে।

 
আর ট্রেন মিস হবে না, লোকাল ট্রেনের টিকিট কাটুন স্মার্টফোনে

এতদিন অনলাইনের রিজার্ভ টিকিট বুক করা গেলেও লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো বাধ্যমালুলক ছিল। তবে এবার সেই সমস্যার স্মাধান নিয়ে এছে ভারতীয় রেল। অ্যানড্রয়েড ফোন থেকে লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য এসেছে UTS অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে যে কোন অ্যানড্রয়েড শিভাইস থেকে আন রিজার্ভ টিকিট বুক করা যাবে।

 

তবে UTS অ্যাপ থেকে টিকিট বুক করার জন্য স্টেশনের দুই কিলোমিটারের মধ্যে থাকতে হবে যাত্রীকে। আবার স্টেশনের খুব কাছে চলে এলেও টিকিট কাটা যাবে না। ফোনের জিপিএস ব্যবহার করে আপনার লোকেশান জেনে নেবে UTS অ্যাপ।

UTS অ্যাপ থেকে কীভাবে ট্রেনের টিকিট বুক করবেন?
প্রধানত দুই ধরনের টিকিট বুক করা যায় এই অ্যাপ থেকে। পেপারলেস টিকিট আর পেপার টিকিট। পেপার টিকিট কাটলে যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনে কিয়স্ক থাকা বাধ্যতামুলক। তবে পেপারলেস টিকিটে টা বাধ্যতামুলক নয়। সেই ক্ষেত্রে ট্রেনের টিকিট বুক করে ফোন থেকে দেখানো যাবে।

১। শুরুতেই UTS অ্যাপ এ লগ ইন করুন।
২। 'বুক টিকিট' অপশান সিকেট করুন।
৩। 'নর্মাল বুক' সিলেক্ট করুন।
৪। 'বুক অ্যান্ড ট্রাভেল' (পেপারলেস) সিলেক্ট করুন।
৫। এখানে ২ কিমি দুরত্বের মধ্যে সব স্টেশনের তালিকা দেখাবে। যে স্টেশন থেকে যাত্রা করবেন সেটি সিলেক্ট করুন।
৬। যে স্টেশনে যাত্রা করবেন সেই স্টেশন সিলেক্ট করুন।
৭। এরপর যাত্রী সংখ্যা আর সিঙ্গেল অথবা রিটার্ন যাত্রা সিলেক্ট করুন।
৮। এরপর 'বুক' অপশান সিলেক্ট করলে আপনার আর-ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে।
তবে টিকিট বুক করার আগে আর-ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স থাকা বাধ্যতামুলক। অনলাইন ও অফলাইনে আর-ওয়ালেট রিচার্জ করা যায়।

Best Mobiles in India

Read more about:
English summary
The new IRCTC application has been developed by the Centre for Railway Information System (CRIS).

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X