এবার WhatsApp এর মাধ্যমে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুন

By GizBot Bureau
|

জনপ্রিয় ইন্সটান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এর মাধ্যমে এবার থেকে যাত্রীরা ট্রেনের টিকিট ও রানিং স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। MakeMyTrip এর সাথে হাত মিলিয়ে এই ফিচার লঞ্চ করেছে ভারতীয় রেল। ভারতে প্রায় সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর ফোনেই WhatsApp রয়েছে। এর ফলে অনেক যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

 
এবার WhatsApp এর মাধ্যমে লাইভ ট্রেন স্ট্যাটাস চেক করুন

এবার থেকে WhatsAppএর মাধ্যমেই ভারতীয় রেলের যাত্রীরা লাইভ ট্রেন স্ট্যাটাস, PNR স্ট্যাটাস, ট্রেন শেষ কোন স্টেশান ছেড়েছে তার খোঁজ সহ একাধিক তথ্য পাওয়া যাবে। এর ফলে আর ট্রেন ট্র্যাকিং এর জন্য যাত্রীদের আর ১৩৯ নম্বরে ফোন করতে হবে না বা আলাদা অ্যাপলিকেশান ডাউনলোড করতে হবে না।

WhatsApp থেকে লাইভ ট্রেন স্ট্যাটাস ও PNR স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

 

স্টেপ ১। নিজের ফোনে WhatsApp আপডেট করে লেটেস্ট ভার্সান ইন্সটল করুন।

স্টেপ ২। এরপরে নিজের ফোনে MakeMyTrip এর নম্বর সেভ করুন। MakeMyTrip এর ফোন নম্বর 7349389104।

স্টেপ ৩। WhatsApp এ MakeMyTrip এর সাথে নতুন চ্যাট শুরু করুন।

স্টেপ ৪। এবার সেই চ্যাটে যে ট্রেনের লাইভ ট্র্যাকিং করতে চান সেই ট্রেন নম্বর লিখে সেন্ড করে দিন।

স্টেপ ৫। PNR এর স্ট্যাটাস চেক করতে হলে এই চ্যাটে PNR নম্বরটি লিখে সেন্ড করে দিন।

নতুন এই ফিচার লঞ্চ হওয়ার পরে রেলের টোল ফ্রি নম্বর ১৩৯ এ ফোনের চাপ কমবে বলে মনে করা হচ্ছে। এর সাথেই যাত্রীদের ট্রেন ট্র্যাক করার জন্য নিজের ফোনে আলাদা কোন অ্যাপ ইন্সটল করে রাখতে হবে না। তাই WhatsApp এ এই ফিচার লঞ্চ করে এক ঢিলে একাধিক পাখি মারা গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Best Mobiles in India

Read more about:
English summary
IRCTC Train status can now be checked on WhatsApp. Indian Railways has teamed up with MakeMyTrip to give the users live status of the updates of their train's schedule via WhatsApp.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X