Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro: সেরা কে?

|

সম্প্রতি ভারতে মিডরেঞ্জ সেগমেন্ট লঞ্চ হয়েছে একাধিক স্মার্টফোন। এর মধ্যে উল্লেখযোগ্য Zenfone Max Pro M1 ও Redmi 6 Pro। এছাড়াও গত সপ্তাহে বিক্রি শুরু হয়েছ Nokia 5.1 Plus। এই তিনটি ফোনের দাম শুরু হচ্ছে এগারো হাজার টাকা থেকে। কিন্তু কোন ফোন অন্যদের থেকে এগিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক।

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro: সেরা কে?

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর দাম

ভারতে Nokia 5.1 Plusএর দাম ১০,৯৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যায় Nokia 5.1 Plus। Zenfone Max Pro M1 এর দাম শুরু ১০,৯৯৯ টাকা থেকে। এই ফোনও পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে। Redmi 6 এর দাম শুরু ১০,৯৯৯ টাকা থেকে। তবে এই ফোন পাওয়া যাবে শুধুমাত্র Amazon থেকে।

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর ডিসপ্লে

Nokia 5.1 Plus ফোনের প্রধান আকর্ষন ৫.৮৬ ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি ৫..৯৯ ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। Redmi 6 Pro তে রয়েছে একটি ৫.৮৪ ইঞ্চি Full HD+ ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9।

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর হার্ডওয়্যার

Nokia 5.1 Plus ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 প্রসেসার, 3GB RAM আর 32GB স্টোরেজ। Nokia 5.1 Plus ফোনের ব্যাটারি 3,060 mAh। Zenfone Max Pro M1 তে থাকবে Snapdragon 636 চিপসেট, 3GB/4GB/6GB RAM আর 64 GB স্টোরেজ। এই ফোনের এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি Qualcomm Snapdragon 625 চিপসেট। এর সাথেই থাকবে একটি Adreno 506 GPU। Redmi 6 Pro তে থাকছে 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। 3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 32 GB স্টোরেজ ও 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পাওয়া যাবে। ফোনের ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি।

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর ক্যামেরা

ছবি তোলার জন্য Nokia 5.1 Plus ফোনে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এর সাথেই একটি ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সিং সেন্সার ব্যবহার হয়েছে। সেলফি তোলার জন্য Nokia 5.1 Plus ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। Zenfone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP + 5MP ডুয়াল ক্যামেরা রয়েছে। কিন্তু হাই এন্ড 6GB RAM ভেরিয়েন্ট Asus Zenfone Max Pro 1 তে একটি 16MP + 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে।

এছাড়াও একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে। Redmi 6 Pro এর পিছনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 12MP। এর সাথেই এই ক্যামেরায় থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর একটি LED ফ্ল্যাশ। Redmi 6 Pro এ থাকবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের AI ফেস আনলক ফিচার কাজ করবে।

Nokia 5.1 Plus বনাম Zenfone Max Pro M1 বনাম Redmi 6 Pro এর সফটওয়্যার

তিনটি ফোনেই চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। তবে Nokia 5.1 Plus আর Zenfone Max Pro M1 ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড। এর মধ্যে Nokia 5.1 Plus ফোনটি অ্যানড্রয়েড ওয়ান প্রোজেক্টের অধীনে লঞ্চ হয়েছে। অন্যদিকে Redmi 6 Pro ফোনের অ্যাডয়েড অপারেটিং সিস্টেমের উপরেই চলবে শাওমির নিজস্ব MIUI ইউজার ইন্টারফেস।

Best Mobiles in India

Read more about:
English summary
Is Nokia 5.1 Plus Better Than Zenfone Max Pro M1, Redmi 6 Pro? Let’s Find Out

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X