শাওমি রেড মি ৫ প্লাসই কি আসলে রেডমি নোট ৫?

By Sabyasachi Chakraborty
|

রেডমি নোট ৪-এর সাফল্যের পর শাওমি তার নেক্সট জেন ফোন রেডমি নোট ৫ বাজারে আনছে। আমাদের কাছে খবর, জানুয়ারির কোনও সময়ে এই ফোন বাজারে আসতে পারে। ফোনটির মূল স্পেসিফিকেশনগুলিও সামনে চলে এসেছে।

শাওমি রেড মি ৫ প্লাসই কি আসলে রেডমি নোট ৫?

Redmi Note 5 লঞ্চের জন্য Mi ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কিন্তু আজকাল অন্য তত্ত্বও বাজারে ঘোরাফেরা করছে। MIUI forum-এর মতে শাওমি এবার Redmi Note 5 লঞ্চ মোটেই করছে না। এর আগে চিনের বাজারে রেডমি ৫-এর সঙ্গেই ফুল স্ক্রিন ডিজাইনের Redmi 5 Plus লঞ্চ করেছিল। ওটাই আসলে রেডমি নোট ৪-এর নেক্সট জেন।

Xiaomi Redmi Note 5-এর 5.99-inch FHD+ ডিসপ্লে সঙ্গে 2160 x 1080 পিক্সেল রেজোলিউশন। Snapdragon 630 কিংবা Snapdragon 660 থাকতে পারে এতে। Redmi 5 Plus-এরও একইরকম ডিসপ্লে। ওই ফোনের প্রসেসর Snapdragon 625 SoC , যা রয়েছে Redmi Note 4-এরও।

Redmi Note 4-এর নেক্সট জেন যদি Redmi 5 Plus হয়, তবে সেটা বেশ হতাশাজনক। কারণ নতুন ফোনও তো সেই একই প্রসেসর ব্যবহার করবে। কোনও আপগ্রেডই থাকবে না।

শাওমির Snapdragon 625 প্রসেসর ওয়ালা সস্তা ও মাঝারি মানের ফোনগুলি নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ, বেশিক্ষণ চললে বিগড়োতে থাকে। Snapdragon 652 কিংবা Snapdragon 626 প্রসেসরে নিজেদের আপগ্রেড করতে পারেনি সংস্থাটি। রেডমির পঞ্চম জেনারেশনেও একই সমস্যা।

এবার প্লে স্টোরে ডাউনলোদ করা যাবে Google Maps Goএবার প্লে স্টোরে ডাউনলোদ করা যাবে Google Maps Go

Redmi Note 5 –এর নেক্সট জেন Redmi 5 Plus বলা হচ্ছে। কিন্তু অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তাই এই ইনফো ভুলও হতে পারে। তাই শাওমি এখন কী বলে সেটাই দেখার।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi Note 5 is expected to be launched in January 2018 and the complete specifications of the device were also leaked online several times. Now, there is a fresh information that the Redmi Note 5 could have been launched with the moniker – the Redmi 5 Plus earlier this month.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X