Just In
পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ চার্জ হয়েছে? বুঝবেন কীভাবে?
রাস্তাঘাটে স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেটের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার সমস্যার সমাধানে অনেকেই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেন। পোর্টেবল চার্জর নামেও এই প্রোডাক্ট বাজারে পাওয়া যায়। স্মার্টফোন ছাড়াও পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে ট্যাবলেট, ক্যামেরা, স্মার্টওয়াচ, ব্লুটুথ হেডফোন ও স্পিকার সহ বিভিন্ন প্রোডাক্ট চার্জ করা সম্ভব।

বাড়ি থেকে বেরোনোর আগে পাওয়ার ব্যাঙ্কে ফুল চার্জ করে নিলে সারাদিন বিভিন্ন গ্যাজেটের ব্যাটারি নিয়ে সমস্যায় পরতে হয় না। পাওয়ার ব্যাঙ্কে কতটা চার্জ রয়েছে জানানোর জন্য বিভিন্ন পাওয়ার ব্যাঙ্কে বিভিন্ন ব্যবস্থা থাকে। কয়েকটি পাওয়ার ব্যাঙ্কে একাধিক এলইডি লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কে কত চার্জ রয়েছে জানা যায়। এই এলইডি লাইটগুলি ব্লিঙ্ক করে পাওয়ার ব্যাঙ্কে চার্জের পরিমাণ জানিয়ে দেয়।
পাওয়ার ব্যাঙ্কের চারিটি আলো যদি একটানা জ্বলে থাকে তার মানে পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ চার্জ হয়ে গিয়েছে।
১। একটি পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে কত সময় লাগে?
পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে কত সময় লাগে তা নির্ভর করে পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা ও চার্জিং স্পিডের উপরে। পাওয়ার ব্যাঙ্কের ম্যানুয়ালে এই তথ্য দেখে নিতে পারবেন।
২। পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে বেশি সময় লাগে কেন?
পাওয়ার ব্যাঙ্কের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির থেকে অনেক বড় ব্যাটারি থাকে। বড় ব্যাটারি থাকার কারণে পাওয়ার ব্যাঙ্ক চার্জ হতে বেশি সময় লাগে।
৩। পাওয়ার ব্যাঙ্ক দ্রুত চার্জ করবেন কীভাবে?
বেশি কারেন্টের চার্জরে চার্জ করলে পাওয়ার ব্যাঙ্ক জলদি চার্জ হবে। ১ অ্যাম্প চার্জারের পরিবর্তে ২.৪ অ্যাম্প চার্জর ব্যবহার করুন। আপনার পাওয়ার ব্যাঙ্কে কুইক চার্জ সাপোর্ট থাকলে কুইক চার্জ চার্জিং ব্রিক ব্যবহার করলে দ্রুত চার্জ হবে।
৪। পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে রেখে দিলে চার্জ কমে যায়?
দৈনন্দিন ব্যবহারে চার্জ করে রেখে দিলে পাওয়ার ব্যাঙ্কের চার্জ কমে না। যদিও কয়েক বছর পরে থাকলে পাওয়ার ব্যাঙ্কের চার্জ কমে যেতে পারে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470