মঙ্গলযানের পাঠানো রোমহর্ষক কিছু ছবি

|

২০১৩ সালের ৫ই নভেম্বর পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল মঙ্গলযান। যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) বিশ্ব মানচিত্রে আসতে সাহায্য করেছিল। সম্প্রতি মঙ্গলের কক্ষপথে ঘোরার চার বছর পূরণ করেছে মঙ্গলযান। সেই উপলক্ষে এই চার বছরে তোলা সেরা কিছু ছবি পৃথিবীতে পাঠিয়েছে এই যান। আসুন চোখ রাখা যাক মঙ্গলযানের তোলা রোমহর্ষক কিছু ছবিতে।

মঙ্গলযানের পাঠানো রোমহর্ষক কিছু ছবি

২০১৩ সালের ৫ই নভেম্বর লঞ্চ হলেও পৃথিবীর কক্ষপথ ছেড়ে মঙ্গলযান মহাকাশে পাড়ি দিয়েছিল ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ২০১৪।

কম দামে কৃত্রিম উপগ্রহ তৈরীর সবথেকে বড় উদাহরন মঙ্গলযান। আধুনিক ইঞ্জিনিয়ারিং এক মহান সৃষ্টি এই যান। চার বছর ধরে মঙ্গলের চারপাশে অনবরত পাক খাওয়ার পরেও খুব স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে মঙ্গলযান। সম্প্রতি এই কথা জানিয়েছে ইসরো। প্রথম দুই বছর মঙ্গলযান থেকে পাওয়া সব তথ্য ইতিমধ্যেই জনগনের জন্য অনলাইনে প্রকাশ করেছে ইসরো। ইসরো ওয়েবসাইট থেকে যে কোন সময় এই তথ্য দেখে নেওয়া যাবে।

গত সপ্তাহে অনলাইনে প্রথম তিন বছরের তথ্য যোগ করা হয়েছে। ইতিমধ্যেই মোট ৯৮০ টি ছবি তুলেছে মঙ্গলযান। এই সব ছবি ইসরো ওয়াবসাইট থেকে দেখে নেওয়া যাবে।

মঙ্গলযান এক ফ্রেমে গোটা লাল গ্রহকে এক ছবিতে ধরতে পেরেছে। এর আগে কোন মানুষের তৈরী যান এই কাজ করতে পারেনি। এমনকি এই ছবি মঙ্গলের চাঁদ ডেইমোসকেও দেখা যাচ্ছে।

ইতিমধ্যেই লাল গ্রহ ও তার চাঁদের একাধিক রোমহর্ষক ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে মঙ্গলযান। এই রকম কিছু ছবির সঙ্কলন প্রকাশিত হল Gizbot এর পাতায়। এছাড়াও ইসরো ওয়েবসাইটে গিয়ে মঙ্গলযানের তোলা সব ছবি এক ঝলকে দেখে নেওয়া সম্ভব।

Best Mobiles in India

Read more about:
English summary
Mangalyaan's onboard camera has captured 980+ images so far, which have been compiled into an atlas.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X