Just In
জিও গ্রাহকরা ডেটা প্যাক হলেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করবেন কীভাবে?
ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক জিও। গোটা দেশে কোম্পানির ৪জি নেটওয়ার্ক রয়েছে। প্রতিযোগীদের থেকে অনেক কম দামে ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা দিয়ে খুব কম সময়ে গ্রাহকের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি। কয়েক দিন আগেই নির্বাচিত কিছু গ্রাহককে প্রতিদিন অতিরিক্ত ২জিবি ডেটা ব্যবহার করতে দিয়েছিল জিও। যদিও ইতিমধ্যেই সেই অফার শেষ হয়েছে।

লকডাউনের সময় প্রত্যেকের আগের থেকে বেশি ডেটা প্রয়োজন হচ্ছে। বিশেষ করে বাড়ি থেকে কাজ করার জন্য আরও বেশি ডেটার প্রয়োজন হচ্ছে। তাই দিনের ডেটা প্যাক শেষ হলে আবার পরের দিনের ডেটা প্যাকের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। কিন্তু কখন জিওর ডেটা প্যাক রিনিউ হয়?
জিওর ডেটা প্যাক কখন রিনিউ হয়?
কোম্পানি জানিয়েছে রাত ১২ টা থেকে ২টোর মধ্যে সব গ্রাহকের ডেটা প্যাক রিনিউ করে জিও। মাইজিও অ্যাপ থেকে নিজের ডেটা প্যাক রিনিউ হওয়ার সঠিক সময় জানতে পারবেন। এছাড়াই ১৯৯১ নম্বরে কল করেও এই তথ্য জানা যাবে।
জিও ৪জি ডেটা ব্যালেন্স জানার উপায়
যে কোন সময় জিও গ্রাহকরা নিজের প্ল্যানের ডেটা ব্যালেন্স দেখে নিতে পারবেন। এই জন্য *৩৩৩# নম্বর ডায়াল করতে হবে। এছাড়াও 'MBAL’ লখে ৫৫৩৩৩ নম্বরে এসএমএস পাঠিয়েও অ্যাকাউন্টে ডেটা ব্যালেন্স জানা যাবে।
দিনের ডেটা প্যাক শেষ হলে কী করবেন?
ডেটা প্যাক শেষ হওয়ার পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের জন্য একাধিক টপআপ প্ল্যান রয়েছে। ১১ টাকা, ২১ টাকা, ৫১ টাকা ১০১ টাকা ও ২৫১ টাকা রিচার্জ করলে দিনের ডেটা শেষ হওয়ার পরেও হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুবিধা মিলবে। ১১ টাকায় ৮০০ এমবি, ২১ টাকায় ২জিবি, ৫১ টাকায় ৬জিবি, ১০১ টাকায় ১২জিবি ও ২৫১ টাকায় ১০২জিবি (প্রতিদিন ২জিবি) অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470