Just In
প্রয়োজনের সময় প্যাক শেষ! এবার আপনাকে ডেটা ধার দেবে জিও
প্রয়োজনের সময় ডেটা শেষ হয়ে গিয়েছে? এবার আপনাকে ডেটা ধার দেবে রিলায়েন্স জিও ১জিবি প্যাক আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন। পরে এই প্যাকে টাকা আপনি কোম্পানিকে শোধ করে দিতে পারবেন। হঠাৎ রিচার্জ শেষ হয়ে গেলে ডেটা রিচার্জের সুবিধা না থাকলে নতুন এই ফিচারে উপকার হবে।

আপনার ডেটা শেষ হয়ে গেলে "রিচার্জ নাও পে লেটার” এর মাধ্যমে সঙ্গে সঙ্গে রিচার্জ করা যাবে। এই জন্য রিচার্জের সময় কোম্পানিকে কোন টাকা দিতে হবে না। ১১ টাকা দাবের ৫টি প্যাক গ্রাহককে ধার দেবে রিলায়েন্স জিও।
কীভাবে জিওর কাছ থেকে ডেটা ধার নেবেন?
স্টেপ ১। মাই জিও অ্যাপ ওপেন করে বাঁ দিকে উপরে মেনু সিলেক্ট করুন।
স্টেপ ২। 'ইমার্জেন্সি ডেটা লোন’ সিলেক্ট করে 'প্রসিড’ সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার সিলেক্ট করুন 'গেট ইমার্জেন্সি ডেটা’ অপশন।
স্টেপ ৪। 'অ্যাকটিভেট নাও’ সিলেক্ট করে ডেটা লোন নিন।
স্টেপ ৫। এবার আপনার নম্বরে ইমার্জেন্সি ডেটা লোন অ্যাকটিভ হয়ে যাবে।
এছাড়াও রিলায়েন্স জিওর অনেক ডেটা প্যাক রয়েছে। তাই একমাত্র প্রয়োজন না হলে এই লোন নেওয়া ঠিক হবে না, কারণ একটি নির্দিষ্ট পরিমাণ ডেটা লোন পাওয়া যাবে। তাই রিচার্জ করার সুবিধা থাকলে যে কোন একটি প্ল্যান রিচার্জ করেই ডেটা ব্যবহার করুন। কখনও খুব প্রয়োজন হলেও তবেই ডেটা লোন নিন।
দিনের শেষে জিও গ্রাহকের ডেটা শেষ হওয়ার সমস্যা বহুদিনের। আর এই সমস্যা সমাধানে গত মাসেই একগুচ্ছ নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও। এই সব প্ল্যানেই দৈনিক ডেটা ব্যবহারের কোন সীমা থাকছে না। ১২৭ টাকা থেকে ২৩৯৭ টাকা দামের বিভিন্ন প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। অন্যান্য প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি থাকলেও নতুন প্ল্যানগুলিতে থাকছে ৩০ দিন ভ্যালিডিটি। সর্বোচ্চ ৩৬৫ দিন ভ্যালিডিটি মিলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190