জিও ফাইবার কানেকশন নেওয়ার পরিকল্পনা করছেন? অপ্রাসঙ্গিক হয়ে যাবে কেবেল টিভি কানেকশন

By Gizbot Bureau
|

বৃহস্পতিবার জিও ফাইবার কানেকশনের বিভিন্ন প্ল্যান প্রকাশ করেছে কোম্পানি। ৬৯৯ টাকা থেকে বিভিন্ন প্ল্যান শুরু হচ্ছে। আপাতত ছয়টি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে জিও। এই কানেকশনের সাথে ১জিবি প্রতি সেকেন্ড পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। তবে ইন্টারনেট কানেকশনের সাথেই একটি ৪কে সেট টপ বক্স দেবে কোম্পানি। সাথে থাকবে ল্যান্ডলাইন কানেকশন। এর ফলে আপনার পুরনো সেট টপ বক্স অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

জিও ফাইবার কানেকশন নেওয়ার পরিকল্পনা করছেন? অপ্রাসঙ্গিক হয়ে যাবে কেবেল

বৃহস্পতিবার বিভিন্ন জিও ফাইবার প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। আপাতত মোট ছয়টি প্রিপেড প্ল্যানে জিও ফাইবার কানেকশন ব্যবহার করা যাবে। এই প্ল্যানেগুলিতে মাসে ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকা পর্যন্ত খরচ হবে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ব্যবহার করা যাবে জিও গিগাফাইবার। ব্রোঞ্জ প্ল্যানে মাসে ৬৯৯ টাকা খরচ হবে।

এর পরে সিলভার প্ল্যানে খরচ হবে মাসে ৮৪৯ টাকা। গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম ও টাইটেনিয়াম প্ল্যানে মাসে খরচ হবে যথাক্রমে ১,২৯৯ টাকা, ২,৪৯৯ টাকা, ৩,৯৯৯ টাকা আর ৮,৪৯৯ টাকা। ব্রোঞ্জ আর সিলভার প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গোল্ড আর ডায়মন্ড প্ল্যানের স্পিড যথাক্রমে ২৫০ এমবিপিএস আর ৫০০ এমবিপিএস। প্লাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ১ জিবিপিএস স্পিড পাওয়া যাবে। মাসিক প্ল্যানের সাথেই তিন মাস, ছয় মাস ও এক বছরের প্ল্যানে জিও ফাইবার পরিষেবা ব্যবহার করা যাবে।

জিও ফাইবার কানেকশনের সাথে একটি জিও হোম গেটওয়ে ডিভাইস (৫,৫০০ টাকা) আর ৪কে সেট টপ বক্স (৬,৪০০ টাকা) পাওয়া যাবে। তবে বার্ষিক সাবস্ক্রিপশনে এই দুই ডিভাইস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এর সাথেই বার্ষিক অফারে বিভিন্ন অন ডিমান্ড সাবস্ক্রিপশন সার্ভিস বিনামূল্যে পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে ব্লুটুথ স্পিকার ও এই ডি টিভি। বিভিন্ন প্ল্যানের সাথে আলাদা এই সুবিধাগুলি বিনামূল্যে পাওয়া যাবে।

জিও ফাইবার কনেকশনের সাথে থাকছে ল্যান্ড লাইন কানেকশন, লাইভ টিভি, টিভি থেকে ভিডিও কলিং, নর্টন অ্যান্টিভাইরাস। এর ফলে কেবেল বা ডিটি এইচ কানেকশনের সেট টপ বক্স অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। নতুন সার্ভিস লঞ্চ করে একসাথে ব্রডব্যান্ড ও লাইভ টিভির দুনিয়ায় ঝড় তুলতে হাজির মুকেশ আম্বানি।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Fiber launch: Your existing DTH service could be useless

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X