জিও ফাইবার ৬৯৯ টাকা বনাম এয়ারটেল ভি ফাইবার ৭৯৯ টাকা প্ল্যান: কোনটা সেরা?

By Gizbot Bureau
|

সম্প্রতি লঞ্চ হয়েছে জিও ফাইবার। সামনে এসেছে ছয়টি প্ল্যান। ৬৯৯ টাকা থেকে জিও ফাইবারের মাসিক প্ল্যান শুরু হচ্ছে। তবে জিও কে টেক্কা দিতে ইতিমধ্যেই তৈরী এয়ারটেল। এক নজরে দেখে নিন কম দামের প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে?

 

জিও ফাইবার ব্রোঞ্জ প্ল্যান

জিও ফাইবার ব্রোঞ্জ প্ল্যান

ব্রোঞ্জ প্ল্যানে মাসে ৬৯৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস স্পিডে মাসে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। মাসিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানের সাথে টিভি ভিডিও কলিং, ল্যাটেন্সি ফ্রি গেমিং, আর এক বছর পাঁচটি ডিভাইসে নর্টন অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। সাথে তিন মাস জিও সিনেমা আর জিও সাভান সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন ব্রোঞ্জ প্ল্যানের গ্রাহকরা।

জিও ফাইবারের ল্যান্ড ফোন থেকে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল করা যাবে। ওয়েলকাল অফারে ৫,০০০ টাকার জিও হোম গেটওয়ে আর ৬,৪০০ টাকা দিয়ে ৪কে সেট টপ বক্স আর ছয় মাসের জন্য ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাবনে গ্রাহক। সাথে একটি নর্টন অ্যান্টিভাইরাস বিনামূল্যে পাবেন গ্রাহক।

তবে জিও ফাইবার কানেকশন নেওয়ার খরচ ১,৫০০ টাকা। এর মধ্যে ১,০০০ টাকা ইন্সটলেশন চার্জ আর ১,৫০০ টাকা কানেকশন্ ছেড়ে দিনে ফেরত পাওয়া যাবে।

এয়ারটেল ভি ফাইবার ৭৯৯ টাকা প্ল্যান
 

এয়ারটেল ভি ফাইবার ৭৯৯ টাকা প্ল্যান

৭৯৯ টাকা প্ল্যানে ৪০ এমবিপিএস স্পিডে মাসে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে অতিরিক্ত ২০০ জিবি ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ছয় মাস। লাইভ টিভি দেখার জন্য এয়ারটেল ব্রডব্যান্ডের সাথে থাকছে এয়ারটেল এক্সট্রিম। এয়ারটেল ফাইবার নতুন কানেকশন নেওয়ার খরচ ১,২০০ টাকা। পরে বিলের থেকে এই টাকা বাদ দিয়ে দেয় কোম্পানি।

জিও ফাইবার না এয়ারটেল ভি ফাইবার?

জিও ফাইবার না এয়ারটেল ভি ফাইবার?

এটা কঠিন প্রশ্ন। গোটা দেশে ব্রডব্যান্ড জগতে ঝড় তুলেছে জিও ফাইবার। প্রতিযোগিতায় টিকে থাকতে সব কোম্পানি নিজেদের প্ল্যান ঢেলে সাজিয়েছে। এর ফলে লাভবান হচ্ছে গ্রাহক। তবে এয়ারটেল কানেকশন নেওয়ার খরচ কম। অন্যদিকে জিও ফাইবার কানেকশনের সাথে বেশি সুবিধা পাওয়া যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
If you are confused regarding which broadband service to subscribe to, then here we have listed the differences between the Jio Fiber Rs. 699 Bronze plan and Airtel V-Fiber Rs. 799 broadband plan. You will get to know more details about these plans from the comparison below. Both offer different benefits.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X