জিও গিগাফাইবার লঞ্চের আগেই ব্রডব্যান্ডে একগুচ্ছ প্ল্যান নিয়ে এল বিএসএনএল

By Gizbot Bureau
|

ইতিমধ্যেই জিও গিগা ফাইবার এর প্রিভিউ অফার শুরু হয়েছে। শীঘ্রই বাণিজ্যিকভাবে লঞ্চ হবে মুকেশ আম্বানির ব্রডব্যান্ড পরিষেবা। তাই সব কোম্পানি নিজের গ্রাহক ধরে রাখতে ব্রডব্যান্ড একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এবার দৈনিক ডেটা লিমিট সহ ছয়টি নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। ৭৭৭ টাকা, ১২৭৭ টাকা, ৩৯৯৯ টাকা, ৫৯৯৯ টাকা, ৯৯৯৯ টাকা ও ১৬৯৯৯ টাকা ব্রডব্যান্ড লাইন লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি।

জিও গিগাফাইবার লঞ্চের আগেই  ব্রডব্যান্ডে একগুচ্ছ প্ল্যান নিয়ে এল বিএস

৭৭৭ টাকা প্ল্যান

আগে ৭৭৭ টাকা প্ল্যানের নাম ছিল ULD 777। নাম বদলে হয়েছে 18 GB প্ল্যান। এই প্ল্যানে কানেকশন স্পিড 50 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 2 Mbps।

১২৭৭ টাকা প্ল্যান

১২৭৭ টাকা প্ল্যানে দিনে 25 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 2 Mbps।

৩৯৯৯ টাকা প্ল্যান

৩৯৯৯ টাকা প্ল্যানে দিনে 50 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 4 Mbps।

৫৯৯৯ টাকা প্ল্যান

৫৯৯৯ টাকা প্ল্যানে দিনে 80 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 6 Mbps।

৯৯৯৯ টাকা প্ল্যান

৯৯৯৯ টাকা প্ল্যানে দিনে 120 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 8 Mbps।

১৬৯৯৯ টাকা প্ল্যান

১৬৯৯৯ টাকা প্ল্যানে দিনে 170 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে কানেকশন স্পিড 100 Mbps। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে হবে 8 Mbps।

এর সাথেই 40GB প্ল্যান নামের একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত কোম্পানিটি। এই প্ল্যানে ২৪৯৯ টাকায় দিনে 40 GB ডেটা ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যানের মতই দৈনিক ডেটা শেষ হয়ে গেলে কানেকশন স্পিড কমে যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
The Rs.777 broadband plan which was previously named as the BSNL Fibro Combo ULD 777 now be called 18 GB Plan.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X