এই রাজ্যগুলিতে আগে পৌঁছাবে জিও গিগাফাইবার, কত নম্বরে পশ্চিমবঙ্গ?

|

৫ জুন কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার বেসড ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber লঞ্চ করেছে রিলায়েন্স জিও। তবে লঞ্চের সময় Jio GigaFiber দাম সম্পর্কে কিছুই জানায়নি জিও। সেই সময় কোম্পানি জানিয়েছিল দেশজুড়ে ১১০০ টি শহরে Jio GigaFiber লঞ্চ হবে। দেশের ৫ কোটি ঘরে Jio GigaFiber কানেকশান দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল।

এই রাজ্যগুলিতে আগে পৌঁছাবে জিও গিগাফাইবার, কত নম্বরে পশ্চিমবঙ্গ?

সম্প্রতিএই রিপোর্টে জানানো হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে। এবার রেজিস্ট্রেশানের ভিত্তিতে এই রাজ্যগুলিতে জিও জিগাফাইবার লঞ্চ হবে। তিনটি আলাদা ধাপে ভারত জুড়ে গিগা ফাইবার লঞ্চ করবে জিও।

প্রথম ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে

গুজরাট

দিল্লি

তেলঙ্গানা

রাজস্থান

পশ্চিমবঙ্গ

অন্ধ্রপ্রদেশ

মহারাষ্ট্র

দ্বিতীয় ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে

পাঞ্জাব

হরিয়ানা

উত্তর প্রদেশ

তামিলনাড়ু

কর্ণাটক

তৃতীয় ধাপে এই রাজ্যগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে

মধ্যপ্রদেশ

কেরল

জম্মু ও কাশ্মীর

বিহার

গোয়া

ঝাড়খন্ড

উত্তরাখণ্ড

উড়িষ্যা

হিমাচল প্রদেশ

ছত্তিশগড়

কোম্পানির মতে প্রথম তিন মাস বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর জন্য শুরুতে ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। কানেকশান ছেড়ে দিলে এই টাকা ফেরৎ পাওয়া যাবে। ৪,৫০০ টাকায় একটি গিগাফাইবার রাউটার আর একটি জিওটিভি রাউটার পাওয়া যাবে। এখনও গিগাফাইবার ব্রডব্যান্ডের দাম প্রকাশ করেনি জিও। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে মাসে ৫০০ টাকা থেকে জিও গিগাফাইবার প্ল্যান শুরু হবে।

প্রথম ধাপে এই শহরগুলিতে জিও গিগাফাইবার লঞ্চ হবে

ব্যাঙ্গালোর

চেন্নাই

পুনে

লখনউ

কানপুর

রায়পুর

নাগপুর

ইন্দোর

থানে

ভোপাল

গাজিয়াবাদ

লুধিয়ানা

কোইয়েম্বাটোর

আগ্রা

মদুরাই

নাসিক

ফরিদাবাদ

মেরট

রাজকোট

শ্রীনগর

অমৃতসর

পাটনা

এলাহাবাদ

রাঁচি

যোধপুর

কোটা

গুয়াহাটি

চণ্ডীগড়

সোলাপুর

Best Mobiles in India

Read more about:
English summary
Jio GigaFiber: List of states in which it will be launched

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X