Just In
Don't Miss
ডব্যান্ড স্পিডে তিন নম্বরে জিও গিগাফাইবার, এক নম্বরে কে?
সম্প্রতি ভারতে বিভিন্ন ব্রডব্যান্ড কানেকশনের গড় স্পিড প্রকাশ করেছে নেটফ্লিক্স। সেখানে এক নম্বর থেকে তিন নম্বর স্থানে নেমে গিয়েছে জিও গিগাফাইবার। গিগাফাইবার নেটওয়ার্কে ৩.৪৯ এমবিপিএস গড় ইন্টারনেট স্পিড পাওয়া গিয়েছে। আগে জিও গিগাফাইবারে ৩.৫৩ এমবিপিএস স্পিড পাওয়া গিয়েছিল। নেটফ্লিক্স তালিকায় গোটা দেশে এক নম্বর ব্রডব্যান্ড সার্ভিসের তকমা ছিনিয়ে নিয়েছে ৭ স্টার ডিজিটাল। এই নেটওয়ার্কে ৩.৫৪ এমবিপিএস গড় স্পিড পাওয়া গিয়েছে।
নেটফ্লিক্স নিয়মিত ভারতে বিভিন্ন নেটওয়ার্ক স্পিডের তালিকা প্রকাশ করে। এই ভিডিও স্ট্রিমিং সার্ভিসের প্রকাশিত স্পিডে ভরসা করেন গ্রাহকরা। এই তালিকার বরাবর উপরে স্থান করে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। ২০১৯ সালের এপ্রিল মাসে নেটফ্লিক্স প্রকাশিত ব্রডব্যান্ড স্পিডের তালিকায় এক নম্বরে ছিল জিও গিগাফাইবার। জুন মাসে সেই স্থানে এসেছে ৭ স্টার ডিজিটাল ব্রডব্যান্ড সার্ভিস। দুই নম্বর স্থান দখন করেছে স্পেকটারনেট।
২০১৮ সালের অগাস্ট মাসে রিলায়েন্সের বার্ষিক সাধারন সভার লঞ্চ হয়েছিল জিও গিগাফাইবার ব্রডব্যান্ড। এর পরে পরীক্ষামুলকভাবে একাধিক শহরে এই পরিষেবা শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা নিয়ে আসেনি মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি মুম্বাই ও চেন্নাই শহরের গ্রাহকরা ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটের বিনিময়ে গিগাফাইবার কানেকশান পেতে শুরু হরেছেন। এই কানেকশানের সাথে একটি অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনাল দেবে জিও। এই ওএনটি ডিবাইসে থাকছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। সর্বোচ্চ ৫০ এমবিপিএস স্পিডে এই ওয়াই ফাই কাজ করবে। নতুন এই অফারে জিও গিগাফাইবার নেওয়ার খরচ কমবে।
গত বছর অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার অপ্টিক পরিষেবা গিগাফাইবার লঞ্চের ঘোষনা করেছিল জিও। এখনও বাণিজ্যিকভাবে সেই পরিষেবা শুরু হয়নি। এতদিন জিও গিগাফাইবার কানেকশান নিতে ৪,৫০০ টাকা খরচ হচ্ছিল। সেই প্ল্যানের সাথে একটি ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই ওএনটি ডিভাইস দিচ্ছে জিও। সেই ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই থেকে ১০০ এমবিপিএস স্পিড পাওয়া যাবে। নতুন প্ল্যানে মাত্র ২,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিটে গিগাফাইবার কানেকশন পাওয়া যাবে।
নতুন এই ওএনটি তে থাকছে একটি ইথারনেট পোর্ট। সাথে থাকছে একটি আরজে ৪৫, একটি আরজে ১১ আর একটি ইউএসবি পোর্ট। জিও গিগাফাইবার এর সাথে মাসে ১১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190