১ টাকা রিচার্জে মিলবে ১০ এমবি ডেটা, ৩০ দিনের বৈধতা, কীভাবে রিচার্জ করবেন?

By Gizbot Bureau
|

এবার মাত্র ১ টাকা রিচার্জে পাওয়া যাবে ৩০ দিনের ভ্যালিডিটি। সঙ্গে এই প্ল্যানের গ্রাহকরা ১০০এমবি হাই স্পিড ৪জি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও একসঙ্গে একাধিক ১ টাকা রিচার্জ করে রাখার সুযোগ পাবেন গ্রাহকরা। একটি প্ল্যানের ১০০এমবি ডেটা শেষ হলেও পরের প্ল্যানের ১০০ম্ব ডেটা অ্যাকটিভেট হয়ে যাবে।

১ টাকা রিচার্জে মিলবে ১০ এমবি ডেটা, ৩০ দিনের বৈধতা, কীভাবে রিচার্জ করব

১টাকা রিচার্জের জন্য আপনার নম্বরে এই রিচার্জ এসে পৌঁছেছে কি না প্রথমেই তা দেখে নিতে হবে। কীভাবে নিজের নম্বরে ১ টাকা রিচার্জ করা যাবে কি না জানবেন? দেখে নিন:

স্টেপ ১। মাই জিও অ্যাপ ওপেন করুন

স্টেপ ২। রিচার্জ বিভাগ সিলেক্ট করুন

স্টেপ ৩। 'আদার প্ল্যানস’ অপশন সিলেক্ট করুন

স্টেপ ৪। আপনার নম্বর ১ টাকা রিচার্জ করা যাবে কি না এখানে দেখে নিতে পারবেন

এইভাবে আপনি খুব সহজেই নিজের স্মার্টফোন থেকেই দেখে নিতে পারবেন আপনার নম্বর ১ টাকা প্রিপেড রিচার্জ উপলব্ধ রয়েছে কি না। আকর্ষণীয় এই প্ল্যানে অনেকের জিভে জল নিয়ে আসবে।

নভেম্বরে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল এয়ারটেল ও ভি। এর পরেই ১ ডিসেম্বর থেকে প্রিপেড প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। নতুন মাসের প্রথম দিন থেকে জিও প্রিপেড রিচার্জে ২০-২৫ শতাংশ বেশি খরচ করতে হচ্ছে। রবে দাম বাড়ানোর পরেও প্রতিযোগীদের থেকে প্রিপেড প্ল্যানের দাম অনেকটা কম রেখেছে মুম্বইয়ের কোম্পানিটি। একই সঙ্গে কয়েকটি প্ল্যানের সঙ্গে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। প্রিপেড প্ল্যানের সঙ্গে ডেটা, ভয়েস কলিং ও এসএমএস এর সুবিধার সঙ্গেই জিও গ্রাহকরা বিনামূল্যে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Introduces Rs. 1 Plan With 10MB Data: Is It Best Plan

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X