এই প্রিপেড প্ল্যানগুলিতে দিনে ১.৫জিবি ডেটা দিচ্ছে জিও

By Gizbot Bureau
|

বিগত তিন বছর ভারতের টেলিকম বাজারে আধিপত্য দেখিয়েছে জিও। এমনকি সম্প্রতি দাম বাড়ার পরেও কোম্পানির জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। ১৯৯ টাকা প্রিপেড রিচার্জে দিনে ১.৫ জিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। ভোডাফোন অথবা এয়ারটেলে এই সুবিধা পেতে প্রায় ২৫০ টাকা খরচ করতে হবে। এই প্রিপেড প্ল্যানগুলিতে দিনে ১.৫জিবি ডেটা দিচ্ছে জিও।

 
এই প্রিপেড প্ল্যানগুলিতে দিনে ১.৫জিবি ডেটা দিচ্ছে জিও

রিলায়েন্স জিও ১৯৯ টাকা প্রিপেড প্ল্যান

১৯৯ টাকা প্রিপেড প্ল্যান দিনে ১.৫ জিবি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ ৪২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নম্বরে ১,০০০ মিনিট কল ও দিনে ১০০ টা এসএমএস।

 

রিলায়েন্স জিও ৩৯৯ টাকা প্রিপেড প্ল্যান

৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানও দিনে ১.৫ জিবি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। অর্থাৎ ৮৪ জিবি ডেটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। ৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নম্বরে ২,০০০ মিনিট কল ও দিনে ১০০ টা এসএমএস।

রিলায়েন্স জিও ৫৫৫ টাকা প্রিপেড প্ল্যান

৫৫৫ টাকা প্রিপেড প্ল্যানও দিনে ১.৫ জিবি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। গত বছর ডিসেম্বরে এই অল-অন-ওয়ান প্ল্যান নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। ৫৫৫ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নম্বরে ৩,০০০ মিনিট কল ও দিনে ১০০ টা এসএমএস।

রিলায়েন্স জিও ২,২৯৯ টাকা প্রিপেড প্ল্যান

২,২৯৯ টাকা প্রিপেড প্ল্যানও দিনে ১.৫ জিবি ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ এই প্ল্যানের সঙ্গে ৫৪৭.৫ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল, অন্য নম্বরে ১২,০০০ মিনিট কল ও দিনে ১০০ টা এসএমএস।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Launches New Rs 199 Plan With 1.5GB 4G Daily Data With 365 Days Validity

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X