মাইক্রোসফটের সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করছে জিও

By Gizbot Bureau
|

টেলিকম বাজারে জিও আসার পরে কীভাবে গোটা দেশের টেলিকম জগতের চিত্রটা রাতারাতি বদলে গিয়েছিল তা সবার জানা। সম্প্রতি ভারতের ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে চলেছে জিও। এবার মাইক্রোসফটের সাথে হাত মিলিয়ে এন্টারপ্রাইস লেভেল ক্লাউড সলিউশন দুনিয়ায় প্রবেশ করতে চলেছে জিও। এর ফলে গোটা দেশে ডেটা সেন্টাররের ব্যবসা এক ধাপে অনেকটা জনপ্রিয় হবে।

মাইক্রোসফটের সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করছে জিও

সম্প্রতি মাইক্রোসফটের সাথে হাত মিলিতে মাসে ১৫০০ টাকায় কানেক্টিভিটি দেওয়ার কথা ঘোষনা করেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি। এই মুহুর্তে এই ধরনের এসএমই কানেকশনের জন্য মাসে প্রাই ১৫০০০ টাকা খরচ হয়। দশ গুন কম দামে একই পরিষেবা নিয়ে আসতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি। গোটা দেশে মাইক্রোসফট আযুরে প্ল্যাটফর্মের ডেটা সেন্টারের সাথে কাজ করবে জিওর এই পরিষেবা।

টেলিকম জগতের মতোই জিওর এন্টারপ্রাইস লেভেল এসএমই জগতে প্রবেশ ভারতে এই সেক্টরে অন্যান্য কোম্পানিগুলির রাতের ঘুম কেড়ে নিয়েছে। যদিও প্রায় দশ গুন কম দামে জিও একই পরিষেবা লঞ্চ করলে আখেরে লাভবান হবেন গ্রাহক। এর সাথেই দেশের ছোট ব্যবসায়ীরাও এন্টারপ্রাইস সার্ভিস ব্যবহার করতে উদ্বুদ্ধ হবেন। এই মুহুর্তে ভারতের ছোট ব্যবসায়ীরা কোন ধরনের এন্টারপ্রাইস লেভেল সার্ভিস ব্যবহার করেন না।

এছাড়াও সবার প্রথম কম দামে এই সার্ভিস লঞ্চ করার কারনে ফাস্ট মুভার অ্যাডভান্টেজ পাবে জিও। গোটা দেশে এই মুহুর্তে কালুড সার্ভিস ও ডেটা সেন্টারের ব্যবসা খুব বেশি জনপ্রিয় নয়। কিন্তু রিলায়েন্স জিওর অবিশ্বাস্য দামে এন্টারপ্রাইস লেভেল ক্লাউড সার্ভিস লঞ্চ গোটা দেশের ক্লাউড সার্ভিস বাজারকে চাঙ্গা করে তুলবে।

টেলিকম জগতে প্রবেশ করার সময় শুরুতে বিনামূল্যে পরিষেবা দিয়ে পরে অবিশ্বাস্য দামে একের পর এক ৪জি প্যাক লঞ্চ করেছিল জিও। সব প্ল্যানের সাথেই ছিল আনলিমিটেড কল করার সুবিধা। সেই সময় অন্যান্য টেলিকম কোম্পানির রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন মুকেশ আম্বানি। এর পরে জিওর সাথে বাজারে টিকে থাকতে ধীরে ধীরে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও বিএসএনএল এর মতো কোম্পানিগুলিও নিজেরদের প্ল্যানের দাম কমাতে বাধ্য হয়েছিল। কিন্তু ততদিনে ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল মুকেশ আম্বানির জিওর ৪জি কানেকোশন। একই উপায়ে ভারতের ব্রডব্যান্ড বাজারেও কব্জা করার চেষ্টা করছে মুম্বাই এর কোম্পানিটি। এবার মুকেশ আম্বানির পাখির চোখ এন্টারপ্রাইস লেভেল ক্লাউড সার্ভিস।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Microsoft Cloud Deal To Disrupt Cloud Marketing

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X