Just In
Don't Miss
আবার বিনামূল্যে ডেটা দিচ্ছে জিও, কীভাবে পাবেন? দেখে নিন
অফারের অপর নাম জিও। প্রথম দিন থেকেই বিনামূল্যে ডেটা দিয়ে গ্রাহকের মন জিতেছিল মুকেশ আম্বানির কোম্পানি। সেই পথ থেকে সরতে নারাজ তারা। নিয়মিত বিভিন্ন অফারে গ্রাহকদের বিনামূল্যে ডেটা ও একাধিক ক্যাশব্যাক অফার দিতে থাকে জিও। আবার এই রকম একটি অফার নিয়ে হাজির হল মুম্বাই এর কোম্পানিটি।
সম্প্রতি লঞ্চ হয়েছে জিও সেলিব্রেশান প্যাক। গত বছর কোম্পানির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রথম এই অফার নিয়ে এসেছিল জিও। এই অফারে জিও গ্রাহকরা নিজেদের প্ল্যানের ডেটার সাথেই প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা ব্যবহার করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে এই ডেটা দিচ্ছে মুকেশের জিও। চার দিন ধরে এই অফার চলবে। মাই জিও অ্যাপ থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। আপাতত নির্বাচিত জিও গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন।
একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, চারদিনের এই অফার আপনি পাচ্ছেন কি না তা চেক করতে পারেন মাই জিও অ্যাপে লগ ইন করে। তার জন্য লগ ইনের পর আপনাকে যেতে হবে মাই প্ল্যান সেকশনে। অফার পিরিয়ডের মধ্যে প্রতিদিন রাত ১২টার সময় মাই অ্যাপ সেকশন রিফ্রেস করে আপনি ডাটা বেনিফিট পাচ্ছেন কি না তা দেখে নিতে পারবেন। ইতিমধ্যে কিছু গ্রাহক টুইট এই অফারটি পেয়েছেন বলেও জানিয়েছেন।
দেখে নিন কীভাবে চেক করবেন জিও সেলিব্রেশন প্যাক :
১) এর জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনে যেতে হবে।
২) তারপরে মেনুতে যান এবং মাই প্ল্যানে ক্লিক করুন।
৩) ভিউ প্ল্যানে ক্লিক করুন।
৪) এখানে আপনি আপনার বিস্তারিত প্ল্যানের পাশাপাশি জিও সেলিব্রেশন প্যাকও দেখতে পাবেন ।
তবে পুরো বিষয়টির জন্য আপনাকে মাই জিও অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190