Just In
Don't Miss
জিওফোন থেকেই পেমেন্ট হবে, এসে গেল জিও পে ইউপিআই সার্ভিস
জিও ফোন গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টের সুবিধা নিয়ে আসছে রিলায়েন্স জিও। শীঘ্রই জিওফোন গ্রাহকরা নিজের ফিচার ফোন থেকে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের সঙ্গে হাত মিলিয়ে জিওফোন গ্রাহকদের জন্য ইউপিআই পেমেন্টের সুবিধা নিয়ে আসছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি পরীক্ষামূলক ভাবে প্রায় এক হাজার জিওফোন গ্রাহকের ফোনে এই পরিষেবা শুরু হয়েছে।
সম্প্রতি বিজিআর ইন্ডিয়া ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে জিওফোনে পরীক্ষামুলক ভাবে ইউপিআই পেমেন্ট শুরু হয়েছে। শীঘ্রই সব জিওফোন গ্রাহকের ফোনে এই পরিষেবা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে প্রায় এক বছরের বেশি সময় ধরে জিওফোনে এই ফিচার তৈরির কাজ করছিল মুম্বাইয়ের কোম্পানিটি।
একই রিপোর্টে জিওফোনে জিও পে সার্ভিসের কয়েকটি ছবি সামনে এসেছে। সম্প্রতি মুম্বাইয়ের এক জিওফোন গ্রাহক এক ছবি ইন্টারনেটে শেয়ার করেছেন। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্ট থেকে শুরু করে স্ক্যান কয়ে পেমেন্ট করার মতো ফিচারগুলি দেখা গিয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে যে কোন পিওএস-এ এনএফসির মাধ্যমে জিওফোন থেকে পেমেন্ট করা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক গ্রাহকরা এই মুহূর্তে জিওফোন থেকে জিও পে ব্যবহার করে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যাবে।
এনপিসিআই ও কাই ওএস এর সঙ্গে হাত মিলিয়ে কোম্পানির ৪জি ফিচার ফোনে ডিজিটাল পেমেন্টের সুবিধা এনেছে জিও। জিওফোন থেকে ডিজিটাল পেমেন্টের সময় কি-প্যাড থেকে পিন ব্যবহার করে পেমেন্টের অথোরাইজেশন দিতে হবে।
শীঘ্রই এই ফিচার সামনে এলেও ঠিক কবে সব জিওফোনে এই ফিচার পৌঁছবে জানা যায়নি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190