৩৯৯ টাকা জিও পোস্টপেড প্ল্যানে মিলছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ৫০০ টাকার কমে অন্যান্য প্ল্যানগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

১ ডিসেম্বর থেকে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে জিও। সব প্রিপেড প্ল্যানের দাম অন্তত 20 শতাংশ বাড়িয়েছে মুম্বাইয়ের কোম্পানিটি। যদিও দাম বাড়ানোর পরে বিভিন্ন প্রিপেড প্ল্যানের সঙ্গে স্ট্রিমিং সার্ভিস যুক্ত করেছে জিও। ৬০১ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। এছাড়াও জিওর সব অ্যাপ স্ট্রিম করার সুযোগ পাওয়া যাবে। তবে পোস্টপেড গ্রাহকরা ৩৯৯ টাকা প্ল্যানের সঙ্গে পাবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন।

৩৯৯ টাকা জিও পোস্টপেড প্ল্যানে মিলছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ৫০০ টাকা

৩৯৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে পাওয়া যাবে আনলিমিয়েড কলিং ও বিনামূল্যে এসএমএস পরিষেবা। এই প্ল্যানে মাসে ৭৫জিবি ডেটা পাওয়া যাবে। এর পরে প্রতি জিবি ডেটা ব্যবহারের জন্য ১০ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানের গ্রাহকরা আমাজন প্রাইম, নেটফ্লিক্স ও ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। এছাড়াও বিমানে ভ্রমণের সময় মিলবে রোমিং সার্ভিস।

তবে ৫০০ টাকার কম দামের বিভিন্ন প্রিপেড প্ল্যানের সঙ্গেও মিলবে স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রিপশন। ১১৯ টাকা প্ল্যানে ১৪ দিন ভ্যালিডিটির সঙ্গে মিলবে প্রতিদিন ১.৫জিবি ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং। এই প্ল্যানের গ্রাহকরা সব জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও ১৭৯ টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১জিবি ডেটা ব্যবহার করতে পারবে। ১৫৫ টাকা রিচার্জে মিলবে প্রতিদিন ২জিবি ডেটা। ২৩৯ টাকা প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও ২৯৯ টাকা প্ল্যানেও প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যাবে। ৪১৯ টাকা রিচার্জে মিলবে প্রতিদিন ৩জিবি ডেটা। এই সন প্ল্যানের গ্রাহকরাই আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এছাড়াও থাকছে সব জিও অ্যাপ সাবস্ক্রিপশন।

ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন ট্যারিফ প্রকাশ করেছে জিও। ৬০১ টাকা রিচার্জে জিও অ্যাপের সঙ্গেই মিলবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন। এই প্ল্যানের সঙ্গে ৬জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া ৭৯৯ টাকা, ১০৬৬ টাকা ও ৩১১৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে মিলবে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Rs. 399 Postpaid Plan With Netflix Subscription: Better Than Prepaid Plans?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X