ব্রডব্যান্ডের সাথেই টিভি কানেকশান দিতে শুরু করল জিও

By Gizbot Bureau
|

জিও গিগাফাইবার লঞ্চের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা চলছে। অনেকদিন ধরেই পরীক্ষামুলকভাবে এই কানেকশান দিচ্ছে। কিন্তু এখনও বাণিজ্যিক ভাবে শুরু হয়নি জিও গিগাফাইবার। এবার জিও গিগাফাইবার এর জন্য ট্রিপল পে প্ল্যান নিয়ে এল জিও। ট্রিপল পে প্ল্যান ব্যবহার করে এক একসাথে ব্রডব্যান্ড, হোম টিভি আর জিও অ্যাপস ব্যবহার করা যাবে। একাধিক শহরে ইতিমধ্যেই জিও গিগাফাইবার কানেওশান দেওয়া শুরু হলেও এখনও এই কানেকশানে কত খরচ হবে সেই বিষয়ে মুখ খোলেনি মুকেশ আম্বানির কোম্পানি।

 
ব্রডব্যান্ডের সাথেই টিভি কানেকশান দিতে শুরু করল জিও

টেলিকম টক ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই ট্রিপল পে প্ল্যান পরীক্ষামুলকভাবে শুরু করেছে জিও। এখন শুধুমাত্র জিও কর্মীরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। গিগাফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে এই প্ল্যান দেখা যাবে। আপাতত ২৮ দিন ভ্যালিডিটির একটি মাত্র প্ল্যান দেখা যাচ্ছে। এই প্ল্যানে হাই স্পিডে 100GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে হোম টিভি আর জিও অ্যাপ সাবস্ক্রিপশান। তবে রিপোর্টে এই প্ল্যানের দাম জানা যায়নি।

 

অনেক দিন ধরেই জিও গিগাফাইবারের সাথে জিও হোম টিভি কানেকশান দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এতদিন সেই কানেকশান কোথাও দেখা যায়নি। এই প্রথম হোম টিভির অস্তিত্ব চোখে পড়ল। আপাতত কর্মীদের সাথে হোম টিভি পরিষেবা পরীক্ষামুলকভাবে শুরু করবে জিও। পরে গিগাফাইবার গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছাবে।

কোম্পানির কর্মী ছাড়াও সাধারন মানুষের কাছে কবে ট্রিপল পে প্ল্যান পৌঁছাবে তা জানা যায়নি। কবে বাণিজ্যিক ভাবে জিও গিগাফাইবার কানেকশান চালু হবে জানা যায়নি সেই তথ্য। ২০১৯ সালের মার্চ মাসে এই কানেওশান শুরু হওয়ার কথা থাকলেও মনে হচ্ছে এই কানেকশান সাধারন মানুষের কাছে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio is testing the triple play plan with its employees and the plan can be seen on the GigaFiber account dashboard.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X