আবার জিও ধামাকা! এসে গেল জিও টিভি প্লাস, কী কী থাকছে?

By Gizbot Bureau
|

বার্ষিক সাধারণ সভায় একাধিক নতুন ঘোষণা করেছে জিও। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের জন্য আসছে জিও টিভি প্লাস। সব জিও সেট টপ গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। জিও টিভি প্লাস ব্যবহার করে ১২টা প্ল্যাটফর্মের ওটিটি কনটেন্ট এক ক্লিকে দেখা যাবে। এই জন্য আলাদা করে প্রত্যেক অ্যাপে সাইন ইন করতে হবে না।

 
আবার জিও ধামাকা! এসে গেল জিও টিভি প্লাস, কী কী থাকছে?

জিও টিভি প্লাসে কী কী ফিচার থাকছে?

জিও টিভি প্লাস পরিষেবার মাধ্যমে একটি মাত্র অ্যাপ থেকে বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। একবার সাইন ইন করেই নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, ভুট, সনি লিভ, জি ৫, লায়নসগেট প্লে, জিও সিনেমা, শিমারো, জিও সাভন, ইউটিউব, ইরোস নাও প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।

 

এক ক্লিকে লগ ইন করেই এই সব প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করার সুবিধা দিচ্ছে জিও। গ্রাহকের সুবিধার জন্য সহজেই লগ ইন করার ব্যবস্থা করেছে কোম্পানিটি। আপাতত উপরের ১২ টি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে। যদিও অ্যানড্রয়েড টিভির জন্য একই ধরনের ফিচার নিয়ে এসেছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

সহজে লগ ইন করার সঙ্গেই নিজের পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাওয়া যাবে। উপরে সিনেমা, শো, ছোটদের কনটেন্টের মতো সহজ বিভাগ রেখেছে কোম্পানি। আপনি আগে কোন ধরনের ভিডিও দেখেছেন তা দেখে নিয়ে আপনাকে একই ধরনের কনটেন্ট দেখতে সাহায্য করতে জিও টিভি প্লাস।

এর সঙ্গেই জিও টিভি প্লাস ব্যবহার করে লাইভ টিভি দেখতে পারবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ফিচার। এছাড়াও জিও টিভি প্লাস থেকে রিয়েলিটি শো তে নিজের পছন্দের প্রতিযোগীকে ভোট করা যাবে। ভোট দেওয়ার পরেই কোন প্রতিযোগী কত ভোট পেয়েছেন দেখে নেওয়া যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio TV Plus Announced With Single Click Sign-In Option For 12 OTT Apps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X