কত লাভ করছে জিও? গ্রাহক সংখ্যাই বা কত? দেখে নিন জিওর হাঁড়ির খবর

|

গত দুই বছরে ভারতে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে জিও। নিজেদের 4G নেটওয়ার্ক লঞ্চ করে কম দামে গ্রাহকদের 4G পরিষেবা দিয়ে ভারতীয়দের ইন্টারনেট ব্যাবহারের ঘন বদলে দিয়েছে জিও। সম্প্রতি জিও জানিয়েছে এই মুহুর্তে সারা ভারতে তাদের তাদের গ্রাহক সংখ্যা ২৮৬.৬ মিলিয়ান। গত কোয়ার্টারের শেষে যা ছিল ১৬০.১ মিলিয়ান। অর্থাৎ গত ৩ মাসে জিওর গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় ২৬.৫ মিলিয়ান।

কত লাভ করছে জিও? গ্রাহক সংখ্যাই বা কত? দেখে নিন জিওর হাঁড়ির খবর

এছাড়াও মুকেশ আম্বানির কোম্পানি জানিয়েছে গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত গ্রাহকপ্রতি তাদের লাভের পরিমান প্রায় ১৩৭.১ টাকা। যা আগের ৩ মাসে ছিল ১৫৪ টাকা। অর্থাৎ গত ৩ মাসে গ্রাহক প্রতি লাভের পরিমান কমেছে জিওর। গ্রাহক প্রতি লাভের পরিমান কমেছে অন্য টেলিকম অপারেটারেরো। জিওর প্রধান প্রতীদ্বন্দী এয়ারটেলের গত ৩ মাসে গ্রাহক প্রতি লাভের প্রিমান ১২৩ টাকা থেকে কমে ১১৬ টাকায় পৌঁছেছে।

মুকেশ আম্বানি জানিয়েছেন “বিশ্বে এই মুহুর্তে সোশাল, মোবাইল ও ডিজিটাল রেভোলিউশান তুঙ্গে। আর ভারতীয়রা জিওর মাধ্যমে সেই বিপ্লবে অন্যতম প্রধান শক্তি হিসাবে যোগ দেওয়ায় আমি খুশি। ”

এছাড়াও জিও জানিয়েছে গত তিন মাসে সারা দেশে সব জিও গ্রাহকরা মিলে মোট ৫০৬ কোটি জিবি ডাটা ব্যাবহার করেছেন। যা গ্রাহকপ্রতি মাসে ৯.৭ জিবি। এছাড়াও গত তিন মাসে গ্রাহকরা মোট ফোনে কথা বলেছেন ৩৭,২১৮ কোটি মিনিট। যা গ্রাহক প্রতি মাসে ৭১৬ মিনিট। জিও আরও জানিয়েছে এই তিন মাসে মোট ২৪০ কোটি ঘন্টার ভিডিও চলেছে জিও নেটওয়ার্কে। যা গড়ে গ্রাহকপ্রতি মাসে ১৩.৮ ঘন্টা।

আর্থিকভাবে দেখতে গেলে ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম লাভের মুখ দেখেছিল জিও। এই আর্থিক কোয়ার্টারে তার থেকে ১.২ শতাংশ বেশি লাভ করেছে জিও। ২০১৮ সাএর প্রথম কোয়ার্টারে জিওর মোট রেভিনিউ ৭.১২৮ কোটি টাকা যা আগের কোয়ার্টারের থেকে ৩.৬ শতাংশ বেশি।

গত কোয়ার্টারেই জিও সাভন কিনে নিয়ে তা জিও মিউজিকের সাথে মার্জ করে দিয়েছিল। এছাড়াও প্রাইম ইউজারদের এক বছরের জন্য ফ্রি এক্সটেনশান দিয়েছিল জিও। তবে এর জন্য ৩১ মার্চ ২০১৮ এর আগে প্রাইম রিচার্জ করানোর শর্ত রেখেছিল জিও।

কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?কিভাবে ডাউনলোড করবেন ইউটিউব ভিডিও?

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Subscriber Base Rises to 186.6 Million, Average User Consumes 9.7GB Data Per Month

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X