ডেটা প্যাকের সুবিধা নিতে কী করবেন জিও গ্রাহকরা?

By Gizbot Bureau
|

সম্প্রতি 'জিও ডেটা প্যাক’-এর অধীনে ২জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছিল রিলায়েন্স জিও। ১ এপ্রিল এই প্ল্যানের মেয়াদ শেষ হয়েছে। ইতিমধ্যেই দেশের বৃহত্তম নেটওয়ার্কের গ্রাহকরা একই ধরনের ডেটা প্ল্যান খুঁজতে শুরু করেছেন। ২৪৯ টাকা থেকে প্রতিদিন ২জিবি ডেটা দিচ্ছে জিও। এছাড়াও অতিরিক্ত ডেটা প্ল্যানে ৪জি প্যাকে মিলতে পারে অতিরিক্ত ডেটা।

ডেটা প্যাকের সুবিধা নিতে কী করবেন জিও গ্রাহকরা?

রিলায়েন্স জিও প্রতিদিন ২জিবি ডেটা প্যাক

২৪৯ টাকা প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা দেয় জিও। ২ই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ ৫৬গব ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও জিও নম্বরে আনলিমিটেড কলিং করা যাবে। অন্য নম্বরে ফোন করার জন্য থাকছে অতিরিক্ত ১০০০ মিনিট টকটাইম। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ এসএমএস। ২৪৯ টাকা প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে সব জিও অ্যাপ ব্যবহার করতে পারবেন।

এছাড়াও ৪৪৪ টাকা ও ৫৯৯ টাকা প্ল্যানেও দিনে ২জিবি ডেটা পাওয়া যায়। প্রথম প্ল্যানে ৫৬ দিন ও পরের প্ল্যানে ৮৫ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ৪৪৪ টাকা প্ল্যানে ১১২জিবি ডেটার সঙ্গেই থাকছে ২০০০ মিনিট অন্য নেটওয়ার্কে ফোন করার টকটাইম। অন্যদিকে ৫৯৯ টাকা প্ল্যানে ১৬৮জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে অন্যত নেটওয়ার্কে ফোন করার জন্য ৩০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে।

এই সব প্ল্যানেই দিনে ২জিবি হাই স্পিড ডেটা শেষ হয়ে গেলে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে স্পিড কমে ৬৪কেবিপিএস হবে।

রিলায়েন্স জিও ৪জি ডেটা অ্যাড-অন প্যাক

করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রিপেড প্ল্যানে ডবল ডেটা দিচ্ছে রিলায়েন্স জিও। ২৫১ টাকা প্যাকে ৫১ দিন প্রতিদিন ২জিবি ডেটা দেয় মুকেশ আম্বানির কোম্পানি। অর্থাৎ এই প্ল্যানে ১০২জিবি ডেটা ব্যবহার করা যাবে।

এছাড়াও ১১ টাকায় ৮০০এমবি ডেটা ও ৭৫ মিনিট অন্য নেটওয়ার্কে টকটাইম পাওয়া যাবে। ২১ টাকা অ্যাড অন প্যাকে ২জিবি ডেটা ও ২০০ মিনিট নন জিও টকটাইম পাওয়া যাবে। ৫১ টাকা প্ল্যানে মিলবে ৬জিবি ডেটা ও ৫০০ মিনি টকটাইম। ১০১ টাকা প্ল্যানে মিলবে ১২জিবি ডেটা ও ১০০০ মিনিট অতিরিক্ত টকটাইম। যতদিন গ্রাহকের প্ল্যানের বৈধতা থাকবে ততদিন অ্যাড অন প্যাক ব্যবহার করা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Users Can Access Free Data Pack Benefits With These Paid Plans: Details.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X