১৯৯ টাকায় আনলিমিটেড কল, ১ টিবি ডেটা দিচ্ছে জিওফাইবার

By Gizbot Bureau
|

সম্প্রতি টেলিকম দুনিয়ায় মূল্যবৃদ্ধি দেখেছে দেশবাসী। এবার পরিষেবার দাম বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে ব্রডব্যান্ড কোম্পানিগুলি। কয়েক দিনের মধ্যেই দেশের বিভিন্ন ব্রডব্যান্ড সার্ভিস পরিষেবার দাম বাড়াতে পারে। যদিও এই অবস্থায় খুশির খবর জিওফাইবার গ্রাহকদের জন্য।

১৯৯ টাকায় আনলিমিটেড কল, ১ টিবি ডেটা দিচ্ছে জিওফাইবার

সম্প্রতি ১৯৯ টাকায় অল্প ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে জিওফাইবার। এই প্ল্যানে মাত্র ৭ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আগে অন্য প্ল্যানের সাথে সাপোর্টিং প্যাক হিসাবে এই প্ল্যান ব্যবহার হরা যেত। এবার আলাদা প্ল্যান হিসাবেই কাজ করবে ১৯৯ টাকা প্ল্যান।

আগে ১৯৯ টাকা প্ল্যানে ১০০ জিবি ডেটা পাওয়া যেত। এই প্ল্যানের স্পিড ছিল ১০০ এমবিপিএস। সাথে আনলিমিটেড কল করা যেত এই প্ল্যানে। এবার ১০০ জিবি ডেটার পরিবর্তে ১৯৯ টাকা প্ল্যানে ১০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। পণ্য পরিষেবা কর সহ জিওফাইবার ১৯৯ টাকা প্ল্যান ব্যবহার করতে গ্রাহকের ২৩৪.৮২ টাকা খরচ হবে।

সেপ্টেম্বর মাসে জিওফাইবার কানেকশনের ট্যারিফ প্রকাশ করেছিল জিও। আপাতত মোট ছয়টি প্রিপেড প্ল্যানে জিও ফাইবার ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করা যাবে। এই প্ল্যানগুলিতে মাসে ৬৯৯ টাকা থেকে ৮,৪৯৯ টাকা পর্যন্ত খরচ হবে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম আর টাইটেনিয়াম প্ল্যানে ব্যবহার করা যাবে জিওফাইবার।

এছাড়াও টেলিকম দুনিয়ায় সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে জিও। নতুন প্ল্যানে ১২৯ টাকা থেকে ২,১৯৯ টাকা দামে বিভিন্ন প্ল্যান লঞ্চ হয়েছে। এই প্ল্যানগুলিতে ২৮ দিন থেকে ৩৬৫ দিন বৈধতা পাওয়া যাবে। সব প্ল্যানের সাথেই থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা। এর সাথে অন্য নেটওয়ার্কে কল করতে নির্দিষ্ট পরিমাণ টকটাইম থাকছে। আর প্রতি প্ল্যানের সাথে থাকছে নির্দিষ্ট পরিমাণ ডেটা।

Best Mobiles in India

Read more about:
English summary
JioFiber Rs. 199 Plan Now Offers 1TB Data With Unlimited Voice Calls

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X