অ্যানড্রয়েড ও আইফোনে হাজির হল জিওমার্ট অ্যাপ, কীভাবে ব্যবহার করবেন?

By Gizbot Bureau
|

চলতি বছরেই জিওমার্ট ই-কমার্স পরিষেবা শুরু করেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই এই পরিষেবা ব্যবহার করা যাচ্ছিল। এবার হাজির হল পৃথক জিওমার্ট অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করেই অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা কেনাকাটা করতে পারবেন।

অ্যানড্রয়েড ও আইফোনে হাজির হল জিওমার্ট অ্যাপ, কীভাবে ব্যবহার করবেন?

এই মুহূর্তে গোটা দেশের ২০০টি শহরে জিওমার্ট পরিষেবা শুরু হয়েছে। জিওমার্ট অ্যাপ ব্যবহার করে নেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড সহ বিভিন্ন উপায়ে পেমেন্ট করা যাবে। এছাড়াও থাকছে ক্যাশ অন ডেলিভারির অপশন। আপাতত নির্বাচিত শহরে এই পরিষেবা শুরু হলেও শীঘ্রই গোটা দেশে ই-কমার্স পরিষেবা নিয়ে আসবে মুকেশ আম্বানির কোম্পানি।

জিওমার্ট অ্যাপ ব্যবহার করবেন কীভাবে?

অ্যানড্রয়েড ফোনে প্লে স্টোর ও আইফোনে অ্যাপ স্টোর থেকে জিওমার্ট অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মতোই যে জিনিসগুলি কিনতে চান কার্টে যোগ করে পছন্দের উপায়ে পেমেন্ট করতে হবে। কোম্পানির দাবি জিওমার্ট থেকে কেনাকাটা করলে এমআরপি থেকে ৫ শতাংশ কম দামে কেনাকাটা করা যাবে।

জিওমার্টের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

এই মুহূর্তে জিওমার্ট থেকে মুদিখানা জিনিস, সবজি, ফল, দুগ্ধজাত পদার্থ ও ব্যক্তিগত দেখাশোনার জিনিস পাওয়া যাচ্ছে। যদিও চলতি মাসে কোম্পানির বার্ষিক সাধারণ সভা থেকে মুকেশ আম্বানি জানিয়েছেন জিওমার্ট থেকে স্বাস্থ্য, ফ্যাশন, ইলেকট্রনিক্স ও ওষুধ বিক্রি শুরু হবে।

ইতিমধ্যেই ভারতের ই-কমার্স বাজারে রয়েছে আমাজন, ফ্লিপকার্টের মতো বড় নাম। এছাড়াও মুদিখানা ও সবজি ডেলিভারির জন্য রয়েছে বিগ বাস্কেট, ও গ্রোফার্স। মে মাসে লঞ্চ হওয়ার পর থেকে জিওমার্টে প্রতিদিন আড়াই লক্ষ অর্ডার আসছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছিলেন মুকেশ আম্বানি। বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে শীঘ্রই আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে জিওমার্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
JioMart, the online grocery delivery service in collaboration by Reliance Retail and Jio Platforms was launched earlier this year. Initially, it let users place orders via WhatsApp and the web. Now, the Android and iOS apps of the service has been launched. Here’s how to use JioMart app and place orders.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X