ফেসবুক-জিও চুক্তির পরেই হোয়াটসঅ্যাপে শুরু হল জিওমার্ট পরিষেবা

By Gizbot Bureau
|

সম্প্রতি প্রায় ৪৪ হাজার কোটি টাকায় জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনেছে ফেসবুক। এই চুক্তির কয়েক দিনের মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুরু হল জিওমার্ট পরিষেবা। ইতিমধ্যেই মুম্বাইয়ের নির্বাচিত এলাকায় এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের নভি মুম্বাই, থানে ও কল্যাণ এলাকায় এই পরিষেবা শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি।

ফেসবুক-জিও চুক্তির পরেই হোয়াটসঅ্যাপে শুরু হল জিওমার্ট পরিষেবা

কয়েক লক্ষ স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়ে জিওমার্ট ই-কমার্স ব্যবসা শুরু করেছে জিও। এর ফলে হোয়াটসঅ্যাপ থেকেই গ্রাহক নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। গোটা দেশে প্রায় ৪০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ধীরে ধীরে এই সব গ্রাহকের কাছেই নতুন ই-কমার্স পরিষেবা পৌঁছে দেবে মুকেশ আম্বানির কোম্পানিটি।

এক কথায় জিওমার্ট ব্যবহার করে পাড়ার দোকান থেকেই অনলাইনে কেনাকাটা করা যাবে। জিওমার্টে অর্ডার করবেন কীভাবে? দেখে নিন।

শুরুতেই নিজের স্মার্টফোনে ৮৮৫০০-০৮০০০ নম্বর সেভ করতে কয়ে হোয়াটসঅ্যাপে 'হাই’ লিখে পাঠাতে হবে।

এর পরে জিওমার্টের তরফ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে একটি লিঙ্ক পাঠানো হবে। এই লিঙ্কে থাকবে ক্যাটালগ ও প্রত্যেক জিনিসের দাম।

আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর জানতে চাইবে জিওমার্ট।

তালিকা থেকে প্রয়োজনীয় জিনিস কার্টে নিয়ে অর্ডার প্লেস করতে হবে।

অর্ডার প্লেস করার পরে জিওমার্ট আপনাকে অর্ডারের ইনভয়েস পাঠিয়ে দেবে। সঙ্গে যে দোকানে অর্ডার পৌঁছেছে সেই দোকানের নাম ও গুগল ম্যাপে সেই দোকানের ঠিকানা পাঠানো হবে।

অর্ডার রেডি হলে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এর পরে দোকানে গিয়ে নিজের জিনিস সংগ্রহ করে আনতে হবে।

আপাতত হোম ডেলিভারি পরিষেবা শুরু করেনি জিওমার্ট। সন্ধ্যা ৭টার আগে অর্ডার দিতে হবে। আগামী দুই দিনের মধ্যে সেই অর্ডার রেডি করে রাখবে স্থানীয় দোকানদার।

Best Mobiles in India

Read more about:
English summary
JioMart is taking orders on WhatsApp for essential goods, and the delivery is promised within 48 hours.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X