৫০১ টাকা নয়, নতুন মনসুন হাঙ্গামা অফারে JioPhone কিনতে খরচ হবে ১০৯৫ টাকা

By GizBot Bureau
|

সম্প্রতি মনসুন হাঙ্গামা অফারে JioPhone লকঞ্চ করার করেছে জিও। কোম্পানি জানিয়েছে পুরনো ফিচারফোন বদল করে মাত্র ৫০১ টাকায় গ্রাহকরা JioPhone কিনতে পারবেন। প্রসঙ্গত JioPhone এর দাম ১৫০০ টাকা। যে পুরনো ফোন বদল করে নতুন JioPhoneকিনবেন সেই ফোনটি ২০১৫ সালের জানুয়ারি মাসের পরে কেনা ফোন হতে হবে।

৫০১ টাকা নয়, নতুন মনসুন হাঙ্গামা অফারে JioPhone কিনতে খরচ হবে ১০৯৫ টাক

আদতে ৫০১ টাকায় JioPhone কেনার কথা জানালেও আসলে মনসুন হাঙ্গামা অফারে JioPhone কিনতে খরচ হচ্ছে ১০৯৫ টাকা। কারন মনসুন হাঙ্গামা অফারে নতুন JioPhone কিনলে ফোন কেনার সময় ৫৯৪ টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জে গ্রাহক ৬ মাসের ভ্যালিডিটি পাবেন। ৫০১ টাকায় JioPhone কিনে ৫৯৪ টাকার এই রিচার্জ বাধ্যতামূলক। কোম্পানি জানিয়েছে গ্রাহককে এই অফারে ফোন কিনতে এই রিচার্জ করতেই হবে। এর ফলে সধ্য লঞ্চ হওয়া ৯৯ টাকার JioPhone এর প্রিপেড প্ল্যান ছয় মাসের জন্য অ্যাকটিভ হয়ে যাবে।

৯৯ টাকার প্ল্যান ছাড়াও JioPhone এর জন্য ৪৯ টাকা ও ১৫৩ টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যান ব্যবহার করতে হলে ১৫০০ টাকা দিয়ে JioPhone কিনতে হবে বলে জানিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।

এর ফলে JioPhone মনসুন হাঙ্গামা অফারে গ্রাহকের মোট ১০৯৫ টাকা খরচ হবে। ৫৯৪ টাকার এই প্ল্যানে ৯৯ টাকার প্ল্যান ছইয় মাসের জন্য চালু হয়ে যাবে। ৯৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই গ্রাহকরা প্রতিদিন 500 MB ডাটা, আনিলিমিটেড কল ও 300 টি SMS পাবেন। এর সাথেই মনসুন হাঙ্গামা অফারে JioPhone এর গ্রাহকদের 6GB ডাটা বিনামূল্যে দেওয়া হবে। এর ফলে ছয় মাসে মোট 90GB ডাটা পাওয়া যাবে।

JioPhone মনসুন হাঙ্গামা অফারে JioPhone কিনতে হলে নিকটবর্তী জিওস্টরে গিয়ে পুরনো ফোন বদল করে নতুন JioPhone কিনতে হবে। যদিও কোন কোম্পানির সাথে যুক্ত CDMA গ্রহন করবে না জিও। এর সাথেই এই ফোঙ্গুলি ২০১৫ সালের জানুয়ারি মাসের পরে কেনা হতে হবে। নতুন নম্বর নিয়ে অথবা পুরনো নম্বর MNP করে এই অফারে JioPhone কেনা যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Monsoon Hungama is a combined offering of a JioPhone at effectively Rs 501 and a 6 months unlimited voice and data recharge of Rs 594.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X