সবথেকে সস্তা প্ল্যান লঞ্চ করল জিও, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

By Gizbot Bureau
|

করোনাভাইরাসের কারণে বিগত কয়েক দিনে একের পর এক বড় ঘোষণা করেছে ভারতের টেলিকম কোম্পানিগুলি। লকডাউনের মধ্যেই কোম্পানির সব থেকে সস্তা প্ল্যান নিয়ে এল জিও। ২৮ টাকা প্রিপেড প্ল্যানে মিলবে ৭ দিন ভ্যালিডিটি। এই প্ল্যানে ভয়েস কল ও ডেটা ব্যবহারের সুবিধা থাকছে। এছাড়াও ৩০৬ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে দেশের এক নম্বর টেলিকম কোম্পানি।

সবথেকে সস্তা প্ল্যান লঞ্চ করল জিও, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

২৮ টাকা জিও প্রিপেড প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

২৮ টাকা জিও প্রিপেড প্ল্যানে সব জিও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে। এছাড়াও থাকছে ৫০০এমবি ডেটা। ২৮ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। এই প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করতে পারবেন। থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।

৩০৬ টাকা জিও প্রিপেড প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে?

৩০৬ টাকা প্ল্যানে মিলবে ৩০ দিন ভ্যালিডিটি। থাকছে মোট ৩জিবি ডেটা ব্যবহারের সুযোগ। সব জিও নম্বরে আনলিমিটেড কল ও দিনে ১০০ এসএমএস ব্যবহার করা যাবে। সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। ৩জিবি ডেটা শেষ হলে ৬৪কেবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।

ইতিমধ্যেই জিও ওয়েবসাইটে এই প্ল্যান সামনে এলেও মাই জিও অ্যাপে এই প্ল্যান দেখা যায়নি।

সম্প্রতি গ্রাহকদের রিচার্জ করে রোজগারের সুযোগ করে দিয়েছে জিও। এই জন্য সামনে এসেছে জিও পিওএস লাইট অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে যে কোন জিও নম্বর রিচার্জ করে ঘরে বসে রোজগার করা যাবে। প্রতি রিচার্জে ৪.১৬ শতাংশ কমিশন দেবে জিও। এই কমিশন জিও পিওএস ওয়ালেটে যোগ হয়ে যাবে। ওয়ালেটের টাকা দিয়ে পরে রিচার্জ করা যাবে। বিগত ২০ দিনের কমিশনের হিসাব রাখার জন্য থাকছে বিশেষ পাশবুক।

Best Mobiles in India

Read more about:
English summary
JioPOS Lite App Offering Commission On Recharge, More

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X