বোলো ম্যাসেঞ্জারের হাত ধরে কিম্ভোর বাজারে ফেরার কথা অস্বীকার করল পতাঞ্জলি

By GizBot Bureau
|

মে মাসে WhatsApp কে চ্যালেঞ্জ জানাতে 'মেড ইন ইন্ডিয়া’ কিম্ভো অ্যাপ লঞ্চ করেছিল পতাঞ্জলি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই এই অ্যাপ সরিয়ে নিতে বাধ্য হয় পতাঞ্জলি। সুরক্ষায় একাধিক গাফিলতি থাকার জন্যই এই অ্যাপ সরিয়ে নিতে হয়েছিল।

 
বোলো ম্যাসেঞ্জারের হাত ধরে কিম্ভোর বাজারে ফেরার কথা অস্বীকার করল পতাঞ্

এবার গুগল প্লে স্টোরে 'বোলো ম্যাসেঞ্জার’ নামে নতুন একটি অ্যাপ লঞ্চ হয়েছে। এই অ্যাপ এ দাবি করা হয়েছে এটি কিম্ভো অ্যাপ এর নতুন ভার্সান। এমনকি দুটি অ্যাপ এর লোগো হুবহু মিলে যাচ্ছে। এর সাথেই দুটি অ্যাপ এর ডেভেলপারের ইমেল অ্যাড্রেস হুবহু মিলে যাচ্ছে।

এর সাথেই বোলো ম্যাসেঞ্জার এর অফিশিয়াল ওয়েবসাইটে এই অ্যাপকে স্বদেশী অ্যাপ বলে বর্ননা করা হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই অ্যাপ এ অ্যাডভান্সড এনক্রিওপশান সিস্টয়েম সহ এন্ড টু এন্ড এনক্রিপশান ব্যবহার হয়েছে।

 

পতাঞ্জলিরর পক্ষ থেকে এস কে তিজারাওয়ালা টুইটারে জানিয়েছেন এটি কিম্ভো অ্যাপ এর আপডেটেড ভার্সান নয়। তিনি আরও বলেন এখনো ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে কোম্পানির কিম্ভো অ্যাপ। শিগ্রই এই অ্যাপ লঞ্চ হবে বলে জানিয়েছেন তিনি। একাধিক নতুন ফিচারের সাথেই সেজেজিং এ এই অ্যাপ বিপ্লব আনবে বলে জানিয়েছেন তিনি।

এর সাথেই যে সব গ্রাহক কিম্ভো অ্যাপ ব্যবহার শুরু করেছিলেন তাঁদেরকে SMS করে ইতিমধ্যেই জানানো হয়েছে যে প্লে স্টোরে খুব শিঘ্রই এই অ্যাপ ফিরে আসবে। তিনি আরও বলেন পতাঞ্জলির নাম ব্যবহার করে অনেকেই নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে।

টুইটারে বোলো ম্যাসেঞ্জারের ডেভেলপার এই অ্যাপ এর সুরক্ষা নিয়ে সুরক্ষা বিশেষজ্ঞ ইলিয়ট অ্যাল্ডারসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এই কিছু সময়ের মধ্যেই এই সুরক্ষা বিশেষজ্ঞ এই অ্যাপ এ সুরক্ষায় এক বিশাল ত্রুটি খুঁজে বার করেছেন। কোন কনট্যাক্ট সেভ না থাকলেও সেই ব্যক্তি অনলাইন কি না তা দেখা যাচ্ছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য সাধারন টেক্সট এর মতো করে রাখা হয়েছে। এই রকম একাধিক সুরক্ষায় গাফিলতি নিয়েই বাজারে এসেছে নতুন এই বোলো ম্যাসেঞ্জার অ্যাপ।

অবিশ্বাস্য কম দামে কিনে নিন Samsung Galaxy Note8অবিশ্বাস্য কম দামে কিনে নিন Samsung Galaxy Note8

Best Mobiles in India

Read more about:
English summary
Now, a new app called Bolo Messenger has been released and is available on Google Play Store. It is claimed to be the relaunched Kimbho app. But Patanjali denies this claim and says that the updated Kimbho app will be launched soon on Google Play Store and App Store with several new features.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X