হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার; ব্যবহার করেছেন?

By Gizbot Bureau
|

চলতি বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে পৌঁছেছিল ডার্ক মোড। শুরুতে ডার্ক মোডে চ্যাটের সময় কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার হচ্ছিল। সাম্প্রতিকতম আপডেটে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে চ্যাট-স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে একাধিক নতুন রঙ দেখা গিয়েছে। কালো রঙ ছাড়াও এবার হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে ছয়টি গাঢ় রঙ ব্যবহার করা যাবে।

 
হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার; ব্যবহার করেছেন?

হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ২.২০.৩১ ভার্সনে নতুন এই ফিচার পৌঁছেছে। কালো রঙের মতো ওলেড ডিসপ্লেতে ব্যাটারি না বাঁচালেও নতুন এই ছয়টি রঙ ব্যবহার করলে কম আলোতে চোখে আমার মিলবে।

অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার কথা চলছে। প্রায় বছর খানেক আগে বিটা ভার্সানে এই ফিচার যোগ হলেও এখনও এখনও স্টেবল ভার্সানে ডার্ক মোড আসেনি। তবে নিয়মিত বিটা ভার্সানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে নতুন ফিচার যোগ হচ্ছে। ডার্ক মোড ছাড়াও সম্প্রতি এই জনপ্রিয় অ্যাপে যোগ হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

 

প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামে যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ইনস্টল করা যাবে। অথবা এপিকেমিররের মতো থার্ড পার্টি স্টোর থেকে এপিকে ফাইল ডাউনলোড করে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ব্যবহার করা যাবে।

নতুন এই ফিচারগুলি ছাড়াও সম্প্রতি ডিলিট মেসেজের ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে কোন মেসেজ পোস্ট করার নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে।

চলতি মাসেই অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য কল ওয়েটিং ফিচার নিয়ে এসেছে। এর ফলে অ্যানড্রয়েড গ্রাহকরা একটি হোয়াটসঅ্যাপ কলে থাকার সময় অন্য কেউ কল করলে কল ওয়েটিং হয়ে যাবে। তবে প্রথম কল রেখে তবেই দ্বিতীয় কল রিসিভ করা যাবে। কল হোল্ড অথবা কল মার্জের মতো ফিচারগুলি এখনও হোয়াটসঅ্যাপে আসেনি।

Best Mobiles in India

English summary
WhatsApp Android beta version 2.20.31 available for beta users via Google Play Store includes a set of new solid color options. Those users who like the dark theme for the instant messaging platform can choose more solid colors instead of just black. We at Gizbot have also updated to the latest Android beta version.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X