উইন্ডোজ কম্পিউটারে কি-বোর্ড শর্টকাট ব্যাবহার করে কি করে বন্ধুদের চমকে দেবেন?

শর্টকাট জানা থাকলে বদলে যায় যেকোনো কম্পিঊটার ব্যাবহারের অভিজ্ঞতা। আসুন দেখে নেওওা যান উইন্ডোজের এমন কিছু কাজের কি-বোর্ড শর্টকাট।

|

মাউসে হাত দিয়ে কাজ করার থেকে কি-বোর্ডে বিভিন্ন শর্টকাট কি ব্যাবহার করলে অনেক সময় কম্পিউটার ব্যাবহারে সময় বাঁচে। আর এই শর্টকাট কি এর জন্য অনেক সময় কি-বোর্ডে একাধিক কি একসাথে টিপতে হয়। এছাড়াও কি-বোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করলে অনেক সূক্ষ্ম ভাবে কাজ করা সম্ভব হয়।

উইন্ডোজ কম্পিউটারে কি-বোর্ড শর্টকাট ব্যাবহার করে কি করে  বন্ধুদের  চমক

কাট, কপি, পেস্ট এর মতো সাধারন শর্টকাটগুলি আমরা সবাই জানি। কিন্তু শর্টকাটের মাধ্যমে উইন্ডোজের বহু অজানা ফাংশান ব্যাবহার করা যায়। দেখে নেওয়া যাক বন্ধুদের চমকে দেওয়ার মতো কিছু উইন্ডোজ শর্টকাট।

উইন্ডো স্ন্যাপিং

উইন্ডো স্ন্যাপিং

  • Windows key + Left - যেকোন উইন্ডো কে স্ক্রিনের বাঁ দিকে নিয়ে আসুন।
  • Windows key + Right - যেকোন উইন্ডো কে স্ক্রিনের ডান দিকে নিয়ে আসুন।
  • Windows key + Up - যেকোন উইন্ডো কে স্ক্রিনে ম্যাক্সিমাইজ করুন।
  • Windows key + Down - যেকোন উইন্ডো কে মিনিমাইজ করুন।
  •  উইন্ডো ম্যানেজমেন্ট

    উইন্ডো ম্যানেজমেন্ট

    Windows key + Tab - টাস্ক ভিউ ওপেন করুন।

    Alt + Tab - এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে চেঞ্জ করুন।

    এবার কি তবে ফেসবুক-এ দেখা যাবে IPL এর লাইভ ম্যাচ?এবার কি তবে ফেসবুক-এ দেখা যাবে IPL এর লাইভ ম্যাচ?

     

    ভারচুয়াল ডেস্কটপ

    ভারচুয়াল ডেস্কটপ

    Windows key + Ctrl +D - ভারচুয়াল ডেস্কটপ অ্যাড করুন।

    Windows key + Ctrl + F4 - ভারচুয়াল ডেস্কটপ ক্লোজ করুন।

    Windows key + Ctrl + Left/Right arrow - ভারচুয়াল ডেস্কটপগুলির মধে সুইচ করুন।

     

    কমান্ড প্রম্পট

    কমান্ড প্রম্পট

    • Ctrl + V - পেস্ট করুন।
    • Ctrl + C - কপি করুন।
    • Ctrl + X - কাট করুন।
    • Ctrl + A - সবকিছু একসাথে সিলেক্ট করুন।
    • Ctrl + Z - আন্ডু করুন।
    • Ctrl + Y - রিডু করুন।
    • Ctrl + D - ডিলিট করুন।
    • আরও কিচু শর্টকাট
    • Windows key + A - অ্যাকশান সেন্টার ওপেন করুন।
    • Windows key + C - কোর্টানাকে 'লিসেন মোড' অন করুন।
    • Windows key + D - ডেস্কটপে ফিরে যান।
    • Windows key + G - গেম খেলার সময় গেম বার ওপেন করুন।
    • Windows key + H - শেয়ার চার্ম ওপেন করুন।
    • Windows key + I - সেটিংস ওপেন করুন।
    • Windows key + K - কুইক কানেক্ট অ্যাকশান ওপেন করুন।
    • Windows key + L - লগ আউট করুন।
    • Windows key + M - সব উইন্ডো একসাথে মিনিমাইজ করুন।
    • Windows key + R - রান ডায়ালগ ওপেন করুন।
    • Windows key + S - সার্চ ওপেন করুন।
    • Windows key + U - অ্যাকসেস সেন্টার ওপেন করুন।
    • Windows key + X - কুইক লিঙ্ক মেনু ওপেন করুন।
    • Windows key + Number - যে নম্বর কি টি মারবেন আপনার টাস্কবারের সেই সফটওয়ার টি ওপেন হবে।
    • Windows key + Enter - ন্যারেটার ওপেন করুন।
    • Windows key + Home - যে উইন্ডোটি সিলেক্ট হয়ে আছে সেটি বাদে বাকি সব উইন্ডো মিনিমাইজ করুন।
    • Windows key + PrtScn - স্ক্রিনশট নিন।
    • Windows key + Shift + Up arrow - ডেস্কটপ উইন্ডোটি উপরে ও নিচে স্ট্রেচ করে দিন।

Best Mobiles in India

English summary
Generally, hitting combo keys in keyboard save more time than reaching for the mouse or touchpad. Below are some of the keyboard tricks that you should know.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X