অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নতুন এই ল্যাপটপে পাবেন এক দিনের বেশি ব্যাকআপ

By GizBot Bureau
|

২০১৮ কম্পিউটেক্স ইভেন্টে ল্যাপটপের জন্য নতুন Snapdragon 850 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এবার সেই চিপসেট ব্যবহার করে প্রথম ল্যাপটপ বাজারে আনলো Lenovo। নতুন এই ল্যাপটপের নাম Lenovo Yoga C630। এই ল্যাপটপে থাকবে Snapdragon 850 চিপসেট, 4GB/8GB RAM আর 128GB/256GB স্টোরেজ। এর সাথেই থাআকবে একটি ১৩ ইঞ্চি Full HD টাচস্ক্রিন ডিসপ্লে, ব্যাকলিট কি-বোর্ড।

অবিশ্বাস্য মনে হলেও সত্যি, নতুন এই ল্যাপটপে পাবেন এক দিনের বেশি ব্যাকআ

তবে এই ল্যাপটপের প্রধান আকর্ষন ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি জানিয়েছে Lenovo Yoga C630 তে ২৫ ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপ পাওয়া যাবে। ওয়েব ব্রাউজিং ও ডকুমেন্ট এডিটের কাজের জন্য আদর্শ এই ল্যাপটপ। তবে এই ল্যাপটপে থ্রি ডি গেমিং সম্ভব না।

Lenovo Yoga C630 মাত্র ১২.৫ মিমি পাতলা। ল্যাপটপের ওজন মাত্র ১.২ কিলোগ্রাম। আগেই জানানো হয়েছে Yoga C630 তে রয়েছে একটি 13.3 ইঞ্চি Full HD IPS টাচস্ক্রিন ডিসপ্লে। এর সাথেই কোম্পানির টাচ পেন পাওয়া যাবে। তবে আলাদা ভাবে এই পেন কিনতে হবে গ্রাহককে। এই ল্যাপটপে থাকবে দুটি USB Type-C পোর্ট থাকবে যার একটি পাওয়ার পোর্ট ও একটি ডিসপ্লে পোর্ট হিসাবে কাজ করবে। কানেক্টিভিটির জন্য থাকবে Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS।

আর থাকবে এক জোড়া স্টিরিও স্পিকার। 4GB RAM ও 8GB RAM ও 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Yoga C630। Yoga C630 তে 1.2Gbps পর্যন্ত ডাউনলোড স্পিড ও 150 Mbps পর্যন্ত আপলোওড স্পিড পাওয়া যাবে। Windows 10 S অপারেটিং সিস্টেম সহ বিক্রি হবে নতুন Lenovo Yoga C630। Snapdragon চিপসেটের জন্য এই বছরের শুরুতেই Windows 10 অপারেটিং সিস্টেমকে ঢেলে সাজিয়েছিল Microsoft।

নভেম্বর মাসে ইউরোপ সহ একাধিমক দেশে Lenovo Yoga C630 বিক্রি শুরু হবে। এই ল্যাপটপের দাম ৯৯৯ইউরো (প্রায় ৮০,০০০ টাকা)। তবে এই ল্যাপটপ কবে ভারতে লঞ্চ হবে তা জানায়নি Lenovo।

Snapdragon 835 চিপসেটের ল্যাপটপের থেকে এই ল্যাপটপে অনেক ভালো পারফর্মেন্স পাওয়া যাবে। এই মুহুর্তে মোবাইল দুনিয়ায় ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 845। মোবাইলের Snapdragon 845 চিপসেটকে সামান্য বদলে ল্যাপটপের জন্য Snapdragon 850 তৈরী করেছে Qualcomm। এই চিপসেটের সাথেই থাকবে Andreno 630 GPU।

Best Mobiles in India

Read more about:
English summary
Lenovo’s Yoga C630 is a Snapdragon-powered laptop with more potential

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X