সম্ভবত ৯,৯৯৯ টাকায় ভারতের বাজারে আসতে চলেছে LG K8

|

এই বছরের শুরুতেই LG তাদের নতুন দুই ফোন K8 ও K5 এর ঘোষনা করেছিল। এবার ভারতের বাজারে আসতে চলেছে LG K8। দাম ৯,৯৯৯ টাকা।

সম্ভবত ৯,৯৯৯ টাকায় ভারতের বাজারে আসতে চলেছে LG K8

মুম্বাইএর নামী ফোন বিক্রেতা মহেশ টেলিকম টুইট্যরে জানিয়েছে সারা ভারতে এই ফোনের দাম ১১,০০০ টাকা হলেও তাদের দোকানে LG K8 এর দাম ৯,৯৯৯ টাকা। তবে কবে থেকে পাওয়া যাবে এই ফোন সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

LG K8 এ থাকছে প্রিমিয়াম ডিজাইন। ফোনের পিছনে থাকছে টেক্সচার্ড কার্ভড ডিসপ্লে। এছাড়াও থাকছে ৫ ইঞ্চি 720p IPS ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোয়াড-কোর 1.3GHz MediaTek MT6735 প্রসেসার। এছাড়াও 2GB RAM আর 16GB স্টোরেজ থাকবে এই ফোনে। microSD কার্ডের সাহায্যে মেমোরি 64GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

এবার গাঁটছড়া বাঁধল Ola আর Googleএবার গাঁটছড়া বাঁধল Ola আর Google

বাজেট স্মার্টফোনের বাজারে এলো আরও একটি নতুন ফোন। এখন এই নতুন ফোন গ্রাহকদের কতটা মন জয় করে এখন সেটাই দেখার।

Best Mobiles in India

Read more about:
English summary
LG K8 with entry-level specifications seems to have been launched in India at Rs. 9,999, claims a tipster.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X