গোটা দেশে ব্রডব্যান্ড স্পিডে সেরা কোন শহরগুলি? দেখে নিন

By Gizbot Bureau
|

গোটা দেশে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড বেড়েছে ১৬.৫ শতাংশ। এই মুহূর্তে দেশের গড় ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড ৩৪.০৭ এমবি প্রতি সেকেন্ড। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। জনপ্রিয় ইন্টারনেট স্পিড টেস্ট কোম্পানি ওকলা এই তথ্য প্রকাশ করেছে।

গোটা দেশে ব্রডব্যান্ড স্পিডে সেরা কোন শহরগুলি? দেখে নিন

এই রিপোর্টে দেশের বিভিন্ন শহরে ২০১৯ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকের গড় স্পিড প্রকাশিত হয়েছে। গোটা দেশে গড় ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে এক নম্বরে রয়েছে চেন্নাই। চেন্নাই শহরে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্রডব্যান্ড পরিষেবায় গড় ডাউনলোড স্পিড ছিল ৫১.০৭ এমবি প্রতি সেকেন্ড।

৪২.৫০ এমবি প্রতি সেকেন্ড স্পিডে গোটা দেশে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। এই তালিকায় তিন নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্রডব্যান্ড পরিষেবায় গড় ডাউনলোড স্পিড ছিল ৪১.৬৮ এমবি প্রতি সেকেন্ড।

রিপোর্টে জানানো হয়েছে ২০১৯ সালের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল এসিটি ফাইবারনেট। এসিটি ফাইবার ব্রডব্যান্ড পরিষেবার গড়ে ৪৭,৭৪ এমবি প্রতি সেকেন্ড স্পিডে ডাউনলোড করা গিয়েছে। ডাউনলোড স্পিডে দুই ও তিন নম্বরে রয়েছে হ্যাথওয়ে আর এয়ারটেল।

একি সময়ে দেশের পাঁচটি বড় শহরে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল জিও ফাইবার। মোবাইল নেটওয়ার্কের ডাউনলোড স্পিডে এক নম্বরে ছিল এয়ারটেল। নাগপুর শহরে এয়ারটেল মোবাইল নেটওয়ার্কে সবথেকে বেশি ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছে।

অন্যদিকে জিও নেটওয়ার্কের স্পিড হুহু করে কমেছে। অগাস্ট মাসে জিও নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল মাত্র ১৭.৫২ এমবি প্রতি সেকেন্ড। সেপ্টেম্বর মাসে জিও নেটওয়ার্কে গড় ডাউনলোড স্পিড ছিল ৪১.৯৯ এমবি প্রতি সেকেন্ড। সেপ্টেম্বর মাসেই লঞ্চ হয়েছিল জিও ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা।

রিপোর্টে জানানো হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের থেকে ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে অনেকটা এগিয়ে ভারত। যদিও মোবাইল ইন্টারনেট স্পিডে খুব বেশি পার্থক্য থাকছে না।

Best Mobiles in India

Read more about:
English summary
Looking For Fast Broadband Speeds These Indian Cities Offer The Same

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X