Just In
আধার কার্ড হারিয়ে গিয়েছে? মোবাইল ফোন থেকেই রি-প্রিন্ট করবেন কীভাবে?
সম্প্রতি এমআধার অ্যাপ ঢেলে সাজিয়েছে ইউআইডিএআই। নতুন অ্যাপ ব্যবহার করে এবার স্মার্টফোন থেকেই এমন অনেক কাজ করা যাবে যা আগে শুরুমাত্র ব্রাউজার থেকে করা যেত। এর ম্মধ্যেই অন্যতম আধার রি-প্রিন্ট এর আবেদন।

ধরুন আপনি আধার কার্ড হারিয়ে ফেলেছেন, অথবা আধার কার্ড নষ্ট হয়ে গিয়েছে। সেই সময় স্মার্টফোন থেকে নতুন আধার কার্ড প্রিন্ট করার আবেদন জানাতে পারবেন। এছাড়াও এমআধার অ্যাপ থেকে একেওয়াইসি, বায়োমেট্রিক অথেনটিকেশন ব্লক করার মতো ফিচারগুলি যোগ হয়েছে।
এমআধার অ্যাপ ব্যবহার করে কীভাবে আধার রি-প্রিন্ট করবেন? দেখে নিন
যা যা লাগবে
এমআধার অ্যাপের লেটেস্ট ভার্সান
ইন্টারনেট কানেক্টিভিটি
আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে
১২ ডিজিট আধার নম্বর
ধাপে ধাপে দেখে নিন
স্টেপ ১। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে এমআধার অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ ২। এবার মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
স্টেপ ৩। এবার সার্ভিসেস বিভাগে যান। সেখানে 'অর্ডার আধার রি-প্রিন্ট’ অপশন খুঁজে পাবেন।
স্টেপ ৪। এর পরে শর্তাবলী মঞ্জুর করুন।
স্টেপ ৫। এবার রেজিস্টার্ড মোবাইল অথবা অনরেজিস্টার্ড মোবাইল সিলেক্ট করুন।
স্টেপ ৬। মোবাইল নম্বর রেজিস্টার থাকলে আধার নম্বর অথবা ভার্চুয়াল আইডি দিয়ে ক্যাপচা দিলে ওটিপি পৌঁছবে।
স্টেপ ৭। মোবাইল নম্বর রেজিস্টার না থাকলে দ্বিতীয় অপশন সিলেক্ট করুন।
সম্প্রতি এমআধার অ্যাপে বড় পরিবর্তন নিয়ে এসেছে ইউআইডিএআই। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের জন্য সামনে এসেছে এই অ্যাপ। এই অ্যাপ থেকেই আধারের সফট কপি ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে অফলাইন কেওয়াইসি, শেয়ার আধার, কিউআর কোড ও ঠিকানা পরিবর্তনের মতো ফিচার।
নতুন এমআধার অ্যাপ ব্যবহার করে আধারের সফট কপি সাথে রাখা যাবে। এর ফলে বাড়িতেই রেখে দেওয়া যাবে আধার কার্ড। স্মার্টফোনে আধার ডাউনলোড করে তা দেশের সর্বত্র ব্যবহার করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470