Just In
Don't Miss
এমআধার অ্যাপ রিভিউ: কেমন হল নতুন ইন্টারফেস?
সম্প্রতি একগুচ্ছ নতুন ফিচার সহ নতুন এমআধার অ্যাপ লঞ্চ করেছে ইউআইডিএআই। পুরনো অ্যাপ ডাউনলোড করে ইতিমধ্যেই নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে। নতুন এমআধার অ্যাপে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার।
নতুন অ্যাপ প্রধানত দুই ভাগে ব্যবহার করা যাবে। মাই আধার ও সার্ভিসেস বিভাগে ভাগ হয়েছে নতুন এমআধার অ্যাপ।
প্রথম বিভাগে চার ডিজিটের পিন ব্যবহার করে আধার ব্যবহারকারী নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন লক করতে পারবেন। থাকছে অফলাইনে কেওয়াইসি শেয়ার ও ওটিপি জেনারেট করার মতো ফিচারগুলি।
অন্যদিকে সার্ভিসেস বিভাগে থাকছে আধার ডাউনলোড, ঠিকানা আপডেট, কিউআর কোড স্ক্যান, আধার রি-প্রিন্ট, ইমেল ভেরিফাই ও ফোন নম্বর ভেরিফাই করার মতো ফিচারগুলি। এছাড়াও নিকটবর্তী আধার নতিভুক্তকরণ কেন্দ্রের সন্ধান দেবে এই অ্যাপ। নতুন আবেদন ট্র্যাক করা যাবে এমআধার অ্যাপের সার্ভিসেস বিভাগ থেকে।
এমআধার অ্যাপ ব্যবহারের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। তবে চাইলে গ্রাহকরা নিজের আধারের অনেক সার্ভিস ব্যবহার করতে পারবেন।
এছাড়াও নতুন অ্যাপে একসাথে তিনটি আধার কার্ডের তথ্য সেভ করে রাখা যাবে। তবে একই মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলেই এই কাজ করা যাবে।
নতুন এমআধার অ্যাপ ব্যবহারের সময় সব সার্ভিস সঠিকভাবে কাজ করলেও কিছু সময় ইন্টারনেটের সাথে এই অ্যাপ কানেক্ট করতে সমস্যা হবে। সচল ইন্টারনেট কানেকশন থাকলেও এই সমস্যার সম্মুখীন হতে হবে।
এছাড়াও স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশোনের মাধ্যমে নতুন এমআধার অ্যাপ সুরক্ষিত রাখা যাবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। নতুন এমআধার অ্যাপ চলতে নুন্যতম অ্যানড্রয়েড ৫.০ অথবা আইওএস ১০ অপারেটিং সিস্টেম বাধ্যতামূলক। বাংলা, ওড়িয়া, উর্দু, তেলেগু, তামিল, মালায়ালাম, কান্নাডা, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি এবং অসমিয়া সহ মোট ১৩টি ভাষায় কাজ করবে নতুন এমআধার অ্যাপ।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190